পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

3 die of electrocution : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খড়দায় একই পরিবারের 3 জনের মৃত্যু - khardaha

বাড়ির জমাজলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একই পরিবারের 3 সদস্যের ৷ আজ ঘটনাটি ঘটেছে খড়দা থানার পাতুলিয়া সরকারি আবাসনে ৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় ৷

Death Incident
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খড়দায় একই পরিবারের 3 জনের মৃত্যু

By

Published : Sep 21, 2021, 8:44 PM IST

খড়দা, 21 সেপ্টেম্বর : কয়েকদিনের বৃষ্টিতে বাড়িতে জল জমেছে ৷ এবার বাড়ির জমাজলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একই পরিবারের 3 জনের ৷ আজ ঘটনাটি ঘটেছে খড়দা থানার অন্তর্গত পাতুলিয়া সরকারি আবাসনে ৷ দীর্ঘদিন ধরেই এই পরিবার পাতুলিয়া সরকারি আবাসনে থাকতেন ৷ আবাসনের বাসিন্দা 39 বছরের রাজা দাস নিজের বাড়িতে জমা জলের মধ্যে দাঁড়িয়ে সুইচ বোর্ডে প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ৷ স্বামীকে বাঁচাতে গিয়ে 35 বছরের পৌলমী দাস বিদ্যুৎস্পৃষ্ট হন ৷ এরপর তাঁদের বড় ছেলে বাবা-মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ৷

গোটা ঘটনাটি ঘরের খাটে বসে প্রত্যক্ষ করে তাঁদের 5 বছরের ছোটছেলে ৷ এরপর সে এই ঘটনার খবর জানায় পাড়া-প্রতিবেশীদের ৷ স্থানীয় মানুষজন এসে তাদের ব্যারাকপুরের বিএন বসু হাসপাতালে ভর্তি করে ৷ চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় ৷

আরও পড়ুন: বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার কানাডিয়ান হাঁস, গ্রেফতার 2

রাজা দাস পেশায় গাড়ি চালক ছিলেন ৷ ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details