পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অশোকনগরে আগ্নেয়াস্ত্রসহ ধৃত ৩ - police

গতকাল তিন সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। অশোকনগর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে চতুর্দশপল্লি হাইস্কুল চত্বর থেকে পাকড়াও করে।

ধৃত

By

Published : Mar 17, 2019, 7:15 AM IST

অশোকনগর, ১৭ মার্চ : গতকাল তিন সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। অশোকনগর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে চতুর্দশপল্লি হাইস্কুল চত্বর থেকে পাকড়াও করে। ধৃতদের কাছ থেকে পাইপগান, কার্তুজ, ভোজালি ও লোহার রড উদ্ধার হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শান্তি সরদার, সন্তোষ দাস, ও সুভাষ দত্ত। শান্তি সরদারের বাড়ি স্থানীয় ভাতশালায়। সন্তোষ ও সুভাষ দেবীনগরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ওই তিন দুষ্কৃতী চতুর্দশপল্লি হাইস্কুল চত্বরে জড়ো হয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয়। তিনজনকেই হাতেনাতে ধরে ফেলে পুলিশ। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট জারি হওয়ার পর পুলিশ জেলার সর্বত্র অভিযান শুরু করেছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details