পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বারাসতে যুবতিদের কটূক্তি, হাত ধরে টানাটানি ; গ্রেপ্তার 3 - Barasat

মহাষ্টমীর রাতে ঠাকুর দেখে বাড়ির দিকে ফিরছিলেন 7 থেকে 8 জন জন যুবক-যুবতি । প্রত্যেকের বাড়ি বারাসত ন'পাড়ার সুভাষ পল্লিতে । 12 নম্বর রেলগেটের পাশের একটি গলি দিয়ে বাড়ির দিকে ফিরছিলেন তাঁরা ৷ সেখানেই আড্ডা মারছিলেন কয়েকজন মদ্যপ যুবক ।

barasat
মহিলাদের উদ্দেশ্য কটুক্তি, গ্রেপ্তার 3

By

Published : Oct 25, 2020, 6:08 PM IST

বারাসত, 25 অক্টোবর : মহাষ্টমীর রাতে বান্ধবীদের সম্মান রুখতে গিয়ে মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত হলেন তাঁদেরই সঙ্গে থাকা বন্ধুরা । মারধরের পাশাপাশি মোবাইল ফোন কেড়ে ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ । উত্তর 24 পরগনার বারাসতের 12 নম্বর রেলগেট সংলগ্ন এলাকার ঘটনা ৷ অভিযোগ, ঘটনার সময় পথচলতি মানুষের কাছে সাহায্য মেলেনি ৷ বাধ্য হয়ে তাঁরাই ওই মদ্যপ যুবকদের পিছু নেয় ৷ কলোনি মোড়ের কাছে আসতেই ট্র্যাফিক পুলিশে পুরো বিষয়টি জানান তাঁরা ৷ ট্র্যাফিক পুলিশের সহযোগিতায় আটক করা হয় তিনজনকে ৷ এরপর বারাসত থানার পুলিশ গ্রেপ্তার করে ওই তিন যুবককে ৷

জানা গিয়েছে, মহাষ্টমীর রাতে ঠাকুর দেখে বাড়ির দিকে ফিরছিলেন 7 থেকে 8 জন জন যুবক-যুবতি । প্রত্যেকের বাড়ি বারাসত ন'পাড়ার সুভাষ পল্লিতে । 12 নম্বর রেলগেটের পাশের একটি গলি দিয়ে বাড়ির দিকে ফিরছিলেন তাঁরা ৷ সেখানেই আড্ডা মারছিলেন কয়েকজন মদ্যপ যুবক । অভিযোগ, যুবতিদের দেখে অশ্লীল কথাবার্তা ও তাঁদের উত্ত্যক্ত করতে শুরু করে এই মদ্যপ যুবকেরা ৷ এমনকী যুবতিদের হাত ধরে টানাটানিও শুরু করে বলে অভিযোগ করেন তাঁরা ৷ প্রতিবাদ করতে গেলে সঙ্গে থাকা ছেলে বন্ধুদের মারধর করে বলে অভিযোগ ৷ ভেঙে দেওয়া হয় মোবাইল ফোনও ৷ আক্রান্তদের বক্তব্য, সেই সময় পথচলতি মানুষরা তাঁদের কোনও সহযোগিতা করেনি ৷ ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায় মদ্যপ যুবকেরা ৷ এরপর তাদের পিছু নেয় ওই যুবক যুবতিরা ৷ কলোনি মোড়ের কাছে আসতেই ট্র্যাফিক পুলিশকে পুরো বিষয়টি জানান ৷ ট্র্যাফিক পুলিশের সহযোগিতায় তিন মদ্যপ যুবককে আটক করা হয় ৷ নিয়ে যাওয়া হয় বারাসত থানায় ৷ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তিন যুবককে ৷

আক্রান্ত রাজীব বিশ্বাস নামে এক যুবক বলেন, "বারাসতে মহিলারা সুরক্ষিত নয় । না হলে পুজোর সময়ও এই ঘটনা ঘটতে পারে কী করে ? টিভিতে নারী নির্যাতনের এত ঘটনা দেখার পরও কীভাবে সাহস পায় এরা ? আমাকে তো মারধর করেছে, সঙ্গে থাকা বান্ধবীদেরও ছাড়েনি ওই মদ্যপ যুবকেরা ৷" এই বিষয়ে বারাসত থানার এক পুলিশ আধিকারিক বলেন, "অভিযোগ পেয়েই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । বাকিদের খোঁজেও তল্লাশি চলছে । আশা করা যায় দ্রুত তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে ।"

নাগরিক সুরক্ষায় জোর দিতে দুদিন আগেই 'সুরক্ষা' নামে নতুন একটি অ্যাপ চালু করেছে বারাসত জেলা পুলিশ । সেদিন সাংবাদিকদের সামনে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "সাধারণ মানুষ যেকোনও জায়গায় সমস্যায় পড়লে এই অ্যাপে ক্লিক করলেই সেই বার্তা পৌঁছে যাবে কাছাকাছি কোবও থানা বা পুলিশের ভ্রাম্যমান গাড়িতে ৷ এমনকী জেলা পুলিশের কন্ট্রোল রুমেও বার্তা পৌঁছে যাবে ৷ " পুলিশের এই অ্যাপ সম্পর্কে প্রচার করতে বারাসত শহরের গুরুত্বপূর্ণ মোড় কিংবা বড় পুজো মণ্ডপগুলোর সামনেও হোডিং, ফ্লেক্স দিয়ে মুড়ে দেওয়া হবে বলেও জানিয়েছিলেন জেলা পুলিশ সুপার । যদিও এই ঘটনার পর বারাসতে মহিলাদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠে গেল ৷

ABOUT THE AUTHOR

...view details