বারাসত, 25 অক্টোবর : মহাষ্টমীর রাতে বান্ধবীদের সম্মান রুখতে গিয়ে মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত হলেন তাঁদেরই সঙ্গে থাকা বন্ধুরা । মারধরের পাশাপাশি মোবাইল ফোন কেড়ে ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ । উত্তর 24 পরগনার বারাসতের 12 নম্বর রেলগেট সংলগ্ন এলাকার ঘটনা ৷ অভিযোগ, ঘটনার সময় পথচলতি মানুষের কাছে সাহায্য মেলেনি ৷ বাধ্য হয়ে তাঁরাই ওই মদ্যপ যুবকদের পিছু নেয় ৷ কলোনি মোড়ের কাছে আসতেই ট্র্যাফিক পুলিশে পুরো বিষয়টি জানান তাঁরা ৷ ট্র্যাফিক পুলিশের সহযোগিতায় আটক করা হয় তিনজনকে ৷ এরপর বারাসত থানার পুলিশ গ্রেপ্তার করে ওই তিন যুবককে ৷
জানা গিয়েছে, মহাষ্টমীর রাতে ঠাকুর দেখে বাড়ির দিকে ফিরছিলেন 7 থেকে 8 জন জন যুবক-যুবতি । প্রত্যেকের বাড়ি বারাসত ন'পাড়ার সুভাষ পল্লিতে । 12 নম্বর রেলগেটের পাশের একটি গলি দিয়ে বাড়ির দিকে ফিরছিলেন তাঁরা ৷ সেখানেই আড্ডা মারছিলেন কয়েকজন মদ্যপ যুবক । অভিযোগ, যুবতিদের দেখে অশ্লীল কথাবার্তা ও তাঁদের উত্ত্যক্ত করতে শুরু করে এই মদ্যপ যুবকেরা ৷ এমনকী যুবতিদের হাত ধরে টানাটানিও শুরু করে বলে অভিযোগ করেন তাঁরা ৷ প্রতিবাদ করতে গেলে সঙ্গে থাকা ছেলে বন্ধুদের মারধর করে বলে অভিযোগ ৷ ভেঙে দেওয়া হয় মোবাইল ফোনও ৷ আক্রান্তদের বক্তব্য, সেই সময় পথচলতি মানুষরা তাঁদের কোনও সহযোগিতা করেনি ৷ ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায় মদ্যপ যুবকেরা ৷ এরপর তাদের পিছু নেয় ওই যুবক যুবতিরা ৷ কলোনি মোড়ের কাছে আসতেই ট্র্যাফিক পুলিশকে পুরো বিষয়টি জানান ৷ ট্র্যাফিক পুলিশের সহযোগিতায় তিন মদ্যপ যুবককে আটক করা হয় ৷ নিয়ে যাওয়া হয় বারাসত থানায় ৷ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তিন যুবককে ৷