পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Post Poll Violence Case : শোভারানি মণ্ডল খুনের মামলায় আট ধৃতের 3 দিনের সিবিআই হেফাজত - BJP leaders mother murder case in Jagatdal

জগদ্দলে বিজেপি নেতা মাকে খুনের ঘটনায় ধৃত আট তৃণমূল কর্মীকে তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল ব্যারাকপুর মহকুমা আদালত ৷ তবে ঘটনায় বিজেপি এবং সিবিআইকে আক্রমণ করে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম জানান, তাঁদের দলের কর্মীরা নির্দোষ ৷ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের কথায় তাঁদের গ্রেফতার করেছে সিবিআই ৷

Post Poll Violence Case
Post Poll Violence Case

By

Published : Oct 15, 2021, 12:15 PM IST

ব্যারাকপুর, 15 অক্টোবর : জগদ্দলে বিজেপির বুথ সভাপতি কমল মণ্ডলের মা শোভারানি মণ্ডলের খুনের ঘটনায় ইতিমধ্যেই সিবিআই আটজনকে গ্রেফতার করেছে ৷ তাদের তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল ব্যারাকপুর মহকুমা আদালত ৷ অভিযুক্তদের কোর্টে পেশ করে তিনদিনের হেফাজত চেয়ে আবেদন জানায় সিবিআই ৷ বিচারক এমএম হোসেন সেই আবেদন মঞ্জুর করেন ৷

গত 2 মে জগদ্দলের 171 নম্বর বুথের বিজেপি সভাপতি কমল মণ্ডলের বাড়িতে দুষ্কৃতী হানার ঘটনা ঘটে ৷ তাতেই গুরুতর জখম হন তাঁর মা ৷ পরে হাসপাতালে বৃদ্ধার মৃত্যু হয় ৷ সেই ঘটনাতেই অভিযুক্তদের গত বুধবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয় ৷ জিজ্ঞাসাবাদে তাদের বয়ানে অসঙ্গতি ধরা পড়লে গ্রেফতার করা হয় ৷ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷

এর প্রতিক্রিয়ায় জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, "বিজেপির সাংসদ অর্জুন সিংয়ের কথায় এই তৃণমূল কর্মীদের গ্রেফতার করা হয়েছে । বিজেপি সিবিআইকে দিয়ে এই কাজ করাচ্ছে ৷ এইভাবে বিজেপি পশ্চিমবঙ্গে দখল করতে পারবে না । বেআইনি প্রক্রিয়ায় এই আটজনের নাম সংযোজন করা হয়েছে । এঁরা কোনও ভাবেই এই ঘটনার সঙ্গে যুক্ত নন । শুধু তাই নয়, এঁদের বিরুদ্ধে কোনও সাক্ষ্য-প্রমাণ এখনও পাওয়া যায়নি ।"

তৃণমূল কর্মীদের গ্রেফতারি বেআইনি বলে অভিযোগ করলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক

তবে তৃণমূল বিধায়কের মন্তব্য নিয়ে সিবিআইয়ের আধিকারিক কিছু বলতে চাননি । সিবিআইয়ের আইনজীবী আরবি সিং জানান, কোর্ট তাদের আবেদন মঞ্জুর করেছে । আগামী তিনদিন সিবিআই হেফাজতে থাকবে ধৃত আট তৃণমূলকর্মী ।

আরও পড়ুন : Post Poll Violence Case : জগদ্দলে বিজেপি কর্মীর মায়ের খুনের মামলায় সিবিআইয়ের জালে 8

ABOUT THE AUTHOR

...view details