খড়দা, 10 মে : বড়সড় গাড়ি পাচার চক্রের হদিশ মিলল উত্তর 24 পরগনার খড়দায়। ঘটনায় চক্রের মূল পান্ডা-সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে চারটি চোরাই গাড়িও ৷ ধৃতদের নাম শুভজিৎ চট্টোপাধ্যায়, গোপাল বেরা এবং আকাশ দাস (3 car smugglers arrested in khardaha) ৷ পুলিশ সূত্রে খবর, শুভজিৎই এই চক্রের পান্ডা ৷ এই চক্রের সঙ্গে আন্তঃরাজ্য কোনও পাচার চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে খড়দা থানার পুলিশ ৷ তারা ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই ৷
রহড়ার রামকৃষ্ণপল্লির বাসিন্দা শুভজিৎ এবং তার দুই সঙ্গী বেসরকারি গাড়ির চালক ৷ সাম্প্রতিক সময়ে বিভিন্নজনের গাড়ি নিয়ে ভাড়া খাটানোর পর তা পৌঁছে দিচ্ছিল না বলে অভিযোগ ৷ ঘটনা অস্বাভাবিক মনে হওয়ায় শুভজিতের বাড়িতে গিয়ে হানা দেন গাড়ির মালিকরা ৷ কিন্তু গাড়ি ফেরত দিতে অস্বীকার করে শুভজিৎ ৷ ঘটনার পরিপ্রেক্ষিতে গাড়ি মালিকরা জোটবদ্ধ হয়ে দ্বারস্থ হন পুলিশের ৷ খড়দা থানায় দায়ের করা হয় অভিযোগও ৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ভাড়া খাটানোর নামে সমস্ত চার চাকা গাড়ি শুভজিৎ এবং তার সঙ্গীরা বিক্রি করে দিয়েছে অন্যত্র ৷