অশোকনগর, 4 জুন : অভিযান চালিয়ে 3 বাইক চোরকে গ্রেফতার করল পুলিশ । তাদের কাছ থেকে বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া বারোটি বাইক উদ্ধার করেছে পুলিশ । ধৃতদের নাম লালটু ঘোষ, ফজলু দফাদার ও রহমত দফাদার ৷ অশোকনগরের দাতারি ঘোষপাড়া ও গুমা দোগাছিয়া এলাকার বাসিন্দা এরা । গতকাল রাতে তাদের গ্রেফতার করে উত্তর 24 পরগনার অশোকনগর থানার পুলিশ ।
পুলিশ সূত্রে খবর, মাস কয়েক আগে অশোকনগর এলাকা থেকে বেশ কয়েকটি বাইক চুরির ঘটনা ঘটে । অভিযোগ পেয়ে তার তদন্ত শুরু করে পুলিশ । গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে, অশোকনগরের দাতারিতে হানা দিয়ে লালটু নামে এক বাইক চোরকে আটক করে পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে মফিজুল ও রহমতের নাম জানতে পারে পুলিশ । রাতেই গুমা দোগাছি এলাকা থেকে মফিজুল ও রহমতকে গ্রেফতার করা হয় ।