বারাসত, 28 এপ্রিল : ন্যায় বিচার পেতে নির্যাতিতার পরিবার পুলিশ সুপারের দ্বারস্থ হতেই তৎপর হলেন বারাসত থানার আইসি । এসপির কাছে নালিশ জানানোর কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্ত যুবক ও তার পরিবারকে গ্রেফতার করার উদ্যোগ নিলেন তিনি (Barasat Minor Rape and Death Case) । বৃহস্পতিবার পুলিশের একটি টিম বারাসত কাজিপাড়ায় হানা দিয়ে অভিযুক্ত ও তার বাবা-মাকে গ্রেফতার করেছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 216, 306 ও 34 ধারায় মামলা রুজু হয়েছে । অভিযুক্তদের গ্রেফতারে খুশি নাবালিকার পরিবার ৷ তবে কড়া শাস্তির দাবিতে অনড় রয়েছেন তাঁরা ।
ওই নাবালিকা (14) বারাসতে মামারবাড়ি থেকে পড়াশোনা করত ৷ একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল সে ৷ গত বছরের মে মাসে মেয়েটিকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ ওঠে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে । এই ঘটনায় আইনি সহায়তা চেয়ে বারাসত থানায় যায় নাবালিকার পরিবার । অভিযোগ, সেই সময় বারাসত থানার আইসি স্থানীয় এক মাতব্বরের সহযোগিতায় ঘটনাটির মীমাংসা করে নেওয়ার প্রস্তাব দেয় পরিবারকে । পরিবারের দাবি, এই প্রস্তাবে নারাজ হলেও পরে বাধ্য হয়ে অভিযুক্তের পরিবারের সঙ্গে মীমাংসা করে নেন তাঁরা । পুলিশি চাপের মুখে সেই সময় পরিবারকে দিয়ে জোরপূর্বক লিখিয়ে নেওয়া হয়, মেয়েটি সাবালিকা হলে একমাত্র ধর্ষকের সঙ্গেই বিয়ে দিতে হবে । অন্য কারও সঙ্গে বিয়ে দেওয়া যাবে না । কিন্তু পরে অভিযুক্ত ও তার পরিবার নির্যাতিতাকে বিয়ের বিষয়টি অস্বীকার করে ৷