বারাসত, 10 নভেম্বর : দত্তপুকুরের উলা গ্রামে আইএসএফ কর্মী হাসানুজ্জামানের খুনের ঘটনায় মঙ্গলবার আরও তিনজনকে গ্রেফতার করল সিবিআই । ধৃতরা হল মীরাজুল হক, এমতাজুল হক এবং ইসরাফিল আলি । ধৃতদের বারাসত আদালতে পেশ করা হলে বিচারক তাদের তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন ।
এর আগে এই খুনে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিল চার অভিযুক্ত । এবার গ্রেফতার হল আরও তিনজন । ফলে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল সাত । বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর 3 মে দত্তপুকুরের কদম্বগাছির উলা গ্রামে আইএসএফ কর্মী হাসানুজ্জামানকে মাঠের মধ্যে বোমা মেরে কুপিয়ে খুন করা হয় । বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে চাষের জমিতে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয় ৷ ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই অভিযোগের আঙুল ওঠে । যদিও, তা অস্বীকার করে শাসক শিবির । তৃণমূল নেতৃত্ব পাল্টা দাবি করেছিল, আইএসএফের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে ৷
রাজনৈতিক চাপানউতোরের মাঝে শেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে খুনের মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে । তদন্তের সুবাদে এর আগে বার দুয়েক নিহত আইএসএফ কর্মীর বাড়িতে ‘স্পট ভিজিট’ করে গিয়েছেন সিবিআই অফিসাররা । কথা বলেছেন নিহতের পরিবার এবং গ্রামবাসীদের সঙ্গে । মঙ্গলবার নতুন করে যে তিনজনকে গ্রেফতার করা হল, তাদের রাজনৈতিক পরিচয় এখনও কিছু জানা না গেলেও এদের সঙ্গে শাসক শিবিরের সম্পর্ক রয়েছে বলেই খবর ।