পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gold Recovered : কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার হল 2 কেজি সোনা - E cigarette Recovered from Airport

রবিবার কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার হল প্রায় 2 কেজি সোনা (2kgs Gold Recovered From Kolkata AirPort) ৷ এছাড়া 1200টি বিদেশি ই-সিগারেটও উদ্ধার হয় ।

2kgs-gold-recovered-from-kolkata-airport
Gold Recovered : কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার হল 2 কোজি সোনা

By

Published : Jun 14, 2022, 9:11 PM IST

Updated : Jun 14, 2022, 9:35 PM IST

বিধাননগর, 14 জুন : বিপুল পরিমাণ সোনা উদ্ধার হল কলকাতা বিমানবন্দরে (2kgs Gold Recovered From Kolkata AirPort) । মায়ানমারের দুই যাত্রীর থেকে ওই সোনা উদ্ধার হয় । পাশাপাশি বিপুল পরিমাণ ই-সিগারেট উদ্ধার হয় বিমানবন্দরে (E-cigarette Recovered from Airport) ।

উদ্ধার হওয়া সামগ্রী

শুল্ক দফতর সূত্রে খবর, রবিবার মায়ানামারের দুই বাসিন্দা কলকাতায় নেমেছিলেন । বিমানবন্দর থেকে গ্রিন চ্যানেল ব্যবহার করে বাইরে বেরনোর সময় তাঁরা মেটাল ডিটেক্টর এড়িয়ে অন্যদিক দিয়ে বেরনোর চেষ্টা করছিলেন । ব্যাপারটা লক্ষ্য করেন এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের কর্তারা । তাঁরা ওই দুই যাত্রীকে ধরে পরীক্ষা করলে তাঁদের পায়ুদ্বার থেকে প্রায় দু’কেজি সোনা উদ্ধার হয় । যার বর্তমান বাজার মূল্য এক কোটি টাকারও বেশি ।

উদ্ধার হওয়া সামগ্রী

অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার কলকাতা বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীকে গ্রেফতার করে শুল্ক দফতর । ওই যাত্রীর কাছ থেকে 1200টি বিদেশি ই-সিগারেট উদ্ধার হয় । যার বাজার মূল্য প্রায় 30 লক্ষ টাকা । চোরাচালান করার জন্য ওই ব্যক্তি কলকাতায় লুকিয়ে ই-সিগারেট এনেছিলেন বলে দাবি করেছেন শুল্ক দফতরের আধিকারিকরা ৷

আরও পড়ুন :Woman Stabbed in Deganga : কটূক্তির প্রতিবাদের জের ! মহিলা এবং তাঁর মেয়েকে কোপাল প্রতিবেশী যুবক

Last Updated : Jun 14, 2022, 9:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details