পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হোটেলের আড়ালে দেহব্যবসা, মালিক সহ গ্রেপ্তার 29 - গ্রেপ্তার হোটেল মালিক

গোপন সূত্রে দেহব্যবসার খবর পেয়েছিল পুলিশ । সেইমতো অভিযান চালিয়ে 29 জনকে গ্রেপ্তার করল নৈহাটি থানার পুলিশ ।

arrested
গ্রেপ্তার

By

Published : Dec 21, 2019, 3:36 PM IST

নৈহাটি, 21 ডিসেম্বর : হোটেলের আড়ালে চলছিল দেহ-ব্যবসা । গোপন সূত্রে খবর পেয়ে হোটেল মালিক সহ 29 জনকে গ্রেপ্তার করল পুলিশ । কল্যাণী এক্সপ্রেসওয়ের রাজেন্দ্রপুরের ঘটনা ।

গোপন সূত্রে দেহ-ব্যবসার খবর পেয়েছিল পুলিশ । সেইমতো ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে রাজেন্দ্রপুরে একটি বিলাসবহুল হোটেলে অভিযান চালায় । সেখান থেকেই হোটেল মালিক সহ 7 জন পুরুষ ও 22 জন মহিলাকে গ্রেপ্তার করে নৈহাটি থানার পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলাদের মধ্যে কয়েকজন কলেজ ছাত্রী রয়েছেন । আবার কয়েকজন গৃহবধূও রয়েছে । এই মহিলাদের মধ্যে কারও বাড়ি মুর্শিদাবাদ, কারও নদিয়া ও কারও বাড়ি উত্তর দিনাজপুরে । ধৃত সাত জন পুরুষের মধ্যে হোটেল মালিক তরুণ মণ্ডল ও হোটেল ম্যানেজারও রয়েছে । তবে, আজ তাদের ব্যারাকপুর আদালতে তোলা হলে প্রত্যেকেই জামিন পায় ।

ABOUT THE AUTHOR

...view details