পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Death in Dengue: দেগঙ্গায় ডেঙ্গির বলি বছর 24-এর বধূ ফাতেমা

মৃতের নাম ফতেমা বিবি ৷ বয়স 24 ৷ হাদিপুর ঝিকরা 1 নম্বর পঞ্চায়েতের দেওয়ানআটি এলাকায় বাড়ি ৷ এর দেগঙ্গায় আরও দু’জন ডেঙ্গিতে মারা গিয়েছেন (Death in Dengue) ৷

24 year old woman died of dengue in north 24 parganas
Death in Dengue: দেগঙ্গায় ডেঙ্গির বলি বছর 24-এর বধূ ফাতেমা

By

Published : Oct 18, 2022, 8:45 PM IST

দেগঙ্গা (উত্তর 24 পরগনা), 18 অক্টোবর : ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ফের মৃত্যুর (Death in Dengue) ঘটনা ঘটল উত্তর 24 পরগনার দেগঙ্গায় ৷ এবার প্রাণ হারালেন বছর 24-র এক যুবতী । মৃতার নাম ফাতেমা বিবি । ঘটনা ঘিরে মঙ্গলবার তীব্র চাঞ্চল্য ছড়ায় হাদিপুর ঝিকরা 1 নম্বর পঞ্চায়েতের দেওয়ানআটি এলাকায় ।

এর আগে দেগঙ্গার চাঁপাতলা ও নূরনগর পঞ্চায়েত এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক মহিলা এবং প্রৌঢ়ের মৃত্যু ঘটেছিল । সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও ডেঙ্গিতে মৃত্যু ঘটল দেগঙ্গাতে । স্বভাবতই ডেঙ্গিতে পরপর মৃত্যুর ঘটনায় আতঙ্কিত এলাকার লোকজন । ঘটনার পরই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন । ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে সচেতনতার পাশাপাশি ডেঙ্গি প্রবণ এলাকাগুলোতে বাড়তি সতর্কতাও নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে ।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার থেকে জ্বরে ভুগছিলেন ওই যুবতী । জ্বর না কমায় পরিবারের লোকেরা শেষে তাঁকে নিয়ে যান স্থানীয় আজিজনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে । সেখানে রক্ত পরীক্ষায় তাঁর ডেঙ্গি পজিটিভ ধরা পড়ে । এরপর ওই যুবতীকে চিকিৎসার জন্য তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে । সেখানে ভরতি করা হলেও যুবতীর শারীরিক অবস্থার কোনও উন্নতি হচ্ছিল না । বরং ক্রমশ অবনতি হওয়ায় গত শুক্রবার চিকিৎসকের পরামর্শ মতো সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয় বারাসত জেলা হাসপাতালে (Barasat Hospital) ।

গত দু-দিন ধরে সেখানেই তাঁর চিকিৎসা চলছিল । কিন্তু, সেখানেও অবস্থার পরিবর্তন না হওয়ায় সোমবার সন্ধ্যায় ডেঙ্গি আক্রান্ত ওই যুবতীকে কলকাতার আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় । কিন্তু তাঁর শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছিল যে সেখানে নিয়ে যাওয়ার মতো সময় ছিল না পরিবারের কাছে । তাঁরা নিরুপায় হয়ে বারাসত কাজিপাড়ার কাছে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করেন যুবতীকে । সেখানেই কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যু হয় তাঁর ।ঘটনার কথা জানাজানি হতেই আতঙ্ক ছড়ায় এলাকায় ।

পরিবারের দাবি, "বেসরকারি হাসপাতাল ডেথ সার্টিফিকেট না দিলেও সরকারি হাসপাতালে যুবতীর প্রেসক্রিপশনে এন এস ওয়ান পজিটিভ লেখা ছিল । তাই, তাঁর মৃত্যর কারণ ডেঙ্গিই ৷"

প্রসঙ্গত, পুজোর মরশুম শেষ হতে না হতে রাজ্যে ফের চোখ রাঙাতে শুরু করেছে মশাবাহিত রোগ ডেঙ্গি । ইতিমধ্যে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে প্রায় 35 হাজারে । মৃত্যুর সংখ্যাও ক্রমশ বাড়ছে । সূত্রের খবর, কলকাতা ও তার লাগোয়া উত্তর 24 পরগনা দুই জেলাতেই ডেঙ্গির প্রকোপ সবথেকে বেশি এই মুহূর্তে । তাই, উত্তর 24 পরগনা (North 24 Parganas) জেলাতে ডেঙ্গির প্রকোপ মাথাচাড়া দেওয়ায় চিন্তা বাড়িয়েছে প্রশাসনের । বিশেষ করে সল্টলেক, দমদম, পানিহাটি-সহ বেশকিছু পৌরসভা এলাকা ভাবাচ্ছে প্রশাসনকে । একই ভাবে গ্রামীণ এলাকার মধ্যে দেগঙ্গার ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক বলেই খবর সূত্রের ।

আরও পড়ুন:অডিটের নামে ডেঙ্গি মৃত্যুর তথ্য চাপছে রাজ্য, দাবি জনস্বাস্থ্য কমিটির

ABOUT THE AUTHOR

...view details