বিধাননগর, 20 জানুয়ারি:কল সেন্টারের আড়ালে আর্থিক প্রতারণা ও হাওয়ালা কারবার চালানোর অভিযোগে 21 জনকে গ্রেফতার করা হল (Arrest in Hawala Case) ৷ ধৃতদের মধ্য়ে ছ'জন মহিলা ৷ বিধাননগর সাইবার ক্রাইম থানার (Bidhannagar Cyber Crime Police Station) পুলিশ তাঁদের গ্রেফতার করেছে ৷ সেইসঙ্গে, একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে লক্ষাধিক টাকা এবং বহু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে তারা ৷
পুলিশ সূত্রে খবর, সল্টলেকের সেক্টর ফাইভের ইপি ব্লকের গ্লবসিন ক্রিস্টাল টাওয়ার বিল্ডিংয়ের ছ'তলায় 'রেনেসাঁ ইনফো ওয়েব প্রাইভেট লিমিটেড' নামে একটি ভুয়ো কল সেন্টার চালু করেছিলেন ইকো পার্ক এলাকার বাসিন্দা পরাগ কুণ্ডু ৷ সেই ভুয়ো কল সেন্টার থেকে আমেরিকার বাসিন্দাদের ফোন করা হত ৷ নিজেদের সংশ্লিষ্ট মার্কিন টেলিকম সংস্থার কর্মী হিসাবে পরিচয় দিতেন রেনেসাঁ ইনফো ওয়েবের কর্মীরা ৷ তারপর মার্কিন ক্লায়েন্টদের ইন্টারনেটের স্পিড বাড়ানো এবং ম্যালওয়্যার অ্যাটাক থেকে তাঁদের ডিভাইস সুরক্ষিত রাখার টোপ দিতেন তাঁরা ৷ বলা হত, নির্দিষ্ট অর্থের বিনিময়ে ওই মার্কিন ক্লায়েন্টদের অ্যান্টিভাইরাস সাপোর্ট দেওয়া হবে ৷ এই ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বহু বিদেশি ৷ পরিষেবার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের বিদেশি মুদ্রা পারিশ্রমিক হিসাবে আদায় করতেন রেনেসাঁ ইনফো ওয়েবের কর্মীরা ৷
আরও পড়ুন:অভিনব প্রতারণার ফাঁদ ! গ্রেফতার 3 যুবক, উদ্ধার শতাধিক প্যান-এটিএম কার্ড