আদ্যাপীঠ (উত্তর 24 পরগনা), 10 এপ্রিল : রামনবমীর সকালে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ মন্দিরে 2000 কুমারীকে মাতৃরূপে পূজা করা হল (2000 girls worshiped as Kumari in Adyapith Mandir) । সকাল থেকে দর্শনার্থী ও সাধারণ মানুষের ঢল নামে মন্দির প্রাঙ্গণে। আদ্যামা প্রাপ্তির 108তম বর্ষ উপলক্ষেই 2 হাজার কুমারী পূজার আয়োজন করা হয় ৷
অন্নদা ঠাকুরকে স্বপ্নে মা আদেশ দিয়েছিলেন, আদ্যাপীঠে মাতৃরূপে তিনি পুজো নেবেন । আজ থেকে 108 বছর আগে 28 জন কুমারী নিয়ে প্রথম কুমারী পূজা শুরু হয় আদ্যাপীঠ মন্দিরে । সেই সংখ্যা বাড়তে বাড়তে দুই হাজারের উপরে কুমারী পুজো পায় বর্তমান সময়ে ৷ দূর-দূরান্ত থেকে মানুষ আগ্রহ সহকারে পুজো দিতে আসেন আদ্যাপীঠ মন্দিরে । মহিলারা মাতৃ রূপে পুজো করেন কুমারীদের মিষ্টি ফুল দিয়ে ।