পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nonagenarian Raped: নবতিপর বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক - Old Woman Raped

90 বছরের অসুস্থ বৃদ্ধাকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশি যুবকের বিরুদ্ধে ৷ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 7:58 PM IST

বনগাঁ, 9 সেপ্টেম্বর: বয়স 90, অসুস্থ হয়ে শয্যাশায়ী। নবতিপর সেই বৃদ্ধাকে ধর্ষণে অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে অভিযুক্ত যুবককে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ মহকুমায়। অসুস্থ অবস্থায় বৃদ্ধা বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

বৃদ্ধার পুত্রবধূ অভিযোগ করে বলেন, "আমার শাশুড়ি অসুস্থ ৷ বিছানা থেকে উঠতে পারেন না ৷ বৃহস্পতিবার রাতে আমার শাশুড়ির ঘরে প্রতিবেশি ওই যুবক ঢোকে ৷ আমরা প্রথমে কিছু জানতে পারিনি ৷ আচমকাই অনেকক্ষণ গোঙানির আওয়াজ পেয়ে শাশুড়ির ঘরে যাই ৷ সেখানে গিয়ে দেখি বছর 20 ওই যুবক উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে ৷ এরপর তাকে ধরতে গেলে জামাকাপড়, মানিব্যাগ, নেশার সব জিনিস ফেলে রেখে ওই অবস্থায় পালিয়ে যায় ৷"

তিনি আরও জানান, সেদিন রাত্রে অভিযুক্তের খোঁজ পাওয়া যায়নি ৷ পরের দিন সকালে অভিযুক্তকে তার বাড়ি থেকেই বের করে আনা হয় ৷ তারপর ক্লাবে ধরে রেখে পুলিশে খবর দেওয়া হয় ৷ উল্লেখ্য, গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা বৃদ্ধার পরিবার। অভিযোগ পেয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে আহত অবস্থায় বৃদ্ধাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার সূত্রে খবর, বৃদ্ধার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। অভিযুক্ত যুবকের চরম শাস্তির দাবি করেছেন বৃদ্ধার পুত্রবধূ। জানা গিয়েছে, এটাই প্রথমবার নয় ৷ এর আগেও আশেপাশের বাড়িতে ঢুকে এই ধরনের ঘৃণ্য কাজ করার চেষ্টা করেছিল ওই যুবক ৷ এই কারণে স্থানীয়দের কাছে মারও খেয়েছিল ৷

আরও পড়ুন: সৎ বাবার ধর্ষণের শিকার হওয়া নাবালিকা অন্তঃসত্ত্বা, কুকর্ম লুকোতে নির্যাতিতাকে খুন!

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। ধৃত যুবককে শনিবার নিজেদের হেফাজতে চেয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠায় পুলিশ। বিচারক অভিযুক্তকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details