পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বরূপনগরে সীমান্তে উদ্ধার বিরল প্রজাতির 20টি পায়রা

বৃহস্পতিবার ভোররাতে স্বরূপনগরের দোবিলা সীমান্ত দিয়ে কয়েকজন পাচারকারী একটি কাঠের খাঁচা নিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে যাচ্ছিল। সেই সময় তাদের তাড়া করে BSF ।

rare species of pigeons rescued
বিরল প্রজাতির পায়রা উদ্ধার

By

Published : Nov 6, 2020, 9:20 AM IST

স্বরূপনগর, 5 নভেম্বর : ফের সীমান্ত দিয়ে পায়রা পাচারের চেষ্টা। BSF-র তৎপরতায় উদ্ধার করা হয় পায়রাগুলি । উত্তর 24 পরগনার স্বরূপনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের পথে বিরল প্রজাতির 20টি বিদেশি পায়রা উদ্ধার করল BSF। বৃহস্পতিবার ওই পায়রাগুলিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।

বনগাঁর পেট্রাপোল ও গাইঘাটার আংরাইল সীমান্তে নজরদারি বাড়িয়েছে BSF । চোরাকারবারিরাও তাদের গতিপথ বদল করেছে। তারা পেট্রাপোল বা আংরাইলের পরিবর্তে স্বরূপনগরের বিভিন্ন সীমান্ত এলাকাকে পাচারের করিডর হিসেবে বেছে নিচ্ছে ।

বৃহস্পতিবার ভোররাতে স্বরূপনগরের দোবিলা সীমান্ত দিয়ে কয়েকজন পাচারকারী একটি কাঠের খাঁচা নিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে যাচ্ছিল। সেই সময় BSF তাদের তাড়া করে। পাচারকারীরা তখন ওই খাঁচা ফেলে পালিয়ে যায়। কর্তব্যরত জওয়ানরা তখন খাঁচা খুলে দেখেন, ভিতরে বিরল প্রজাতির 20টি বিদেশি পায়রা রয়েছে। সীমান্তরক্ষী বাহিনী পায়রাগুলোকে বনদপ্তরের বসিরহাট রেঞ্জ অফিসের হেপাজতে দিয়ে দেয়। পায়রা উদ্ধার হলেও পাচারকারীদের অবশ্য BSF ধরতে পারেনি।

ABOUT THE AUTHOR

...view details