গোপালনগর , 24 অগাস্ট : মুখ্যমন্ত্রীর শিলান্যাস করেছিলেন দুই বছর আগে ৷ এখনও ঢালাই রাস্তার কাজ শুরু হয়নি জানিপুরে ৷ ক্ষুব্ধ গ্রামবাসীরা নিজেদের উদ্যোগেই শুরু করলেন রাস্তা তৈরির কাজ ৷ 2017 সালের 12 জুন মুখ্যমন্ত্রী উত্তর 24 পরগনার গোপালনগর 2 গ্রাম পঞ্চায়েতের জানিপুর গ্রামের মসজিদ থেকে শহিদুল গাজির বাড়ি পর্যন্ত রাস্তার শিলান্যাস করেন ৷
সারা বছর এক হাঁটু কাদা নিয়ে চলাচল করতে চরম অসুবিধায় সম্মুখীন হতে হয় গ্রামের শতাধিক পরিবারকে ৷ সমস্যা মেটাতে গ্রামবাসীরা চাঁদা তুলে ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু করেছেন ৷ ইতিমধ্যেই রাবিশ ফেলার কাজ শেষ হয়েছে ৷ গ্রামবাসীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী শিলান্যাস করার পরই জানিপুর গ্রামে রাতারাতি রাস্তা তৈরির বোর্ড লাগানো হয় ৷ পঞ্চায়েত নির্বাচনের পরই সেই বোর্ড উধাও হয়ে যায় ৷ বার বার স্থানীয় পঞ্চায়েত প্রধান ও BDO-র দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ তুলেছেন জানিপুরের বাসিন্দারা ৷