পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

truck accident at ashok nagar : নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পণ্যবাহী লরি, মৃত 2

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল পণ্যবাহী লরি (ashok nagar accident) ৷ অশোকনগরের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চালক ও খালাসির (2 dies in truck accident at ashok nagar) ৷

2 dies in truck accident at ashok nagar
নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পণ্যবাহী ট্রাক, মৃত দুই

By

Published : Jan 16, 2022, 12:48 PM IST

Updated : Jan 16, 2022, 12:57 PM IST

অশোকনগর, 16 জানুয়ারি: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে গেল পণ্যবাহী লরি (2 dies in truck accident at ashok nagar)। এই ঘটনায় মৃত্যু হয়েছে লরির চালক ও খালাসির । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত চালকের নাম বুদ্ধদেব সেন ও খালাসি অমিত সরকার । তাঁরা বনগাঁর বাসিন্দা ।

রবিবার ভোররাতে ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার অশোকনগর (ashok nagar accident) রেলগেট এলাকায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর রাতে বিকট আওয়াজ শুনে স্থানীয়রা রাস্তায় এসে দেখতে পান, যশোর রোডের নয়নজুলিতে একটি পণ্যবাহী লরি (road accident news) পড়ে গিয়েছে । আটকে পড়েছেন গাড়ির চালক ও খালাসি । স্থানীয়রা খবর দেন অশোকনগর থানায় । পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় মালপত্র নামিয়ে ক্রেন দিয়ে ট্রাকটিকে তুলে চালক ও খালাসির মৃতদেহ উদ্ধার করে ।

আরও পড়ুন:Ratua Road Accident : রতুয়ায় চিকিৎসকের কাছে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত 3 ভাই-বোন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাকটি কলকাতা থেকে পেট্রাপোল সীমান্তে যাচ্ছিল । ভোররাতে অশোকনগর রেল গেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায় লরিটি । গাড়িতে ড্রামে প্রচুর পরিমাণে রাসায়নিক বোঝাই ছিল ।

অশোকনগরে দুর্ঘটনা

আরও পড়ুন :Accident Death in Farakka : লরির ধাক্কায় মৃত্যু কর্তব্যরত হোমগার্ডের

দেহ দু‘টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ ।

Last Updated : Jan 16, 2022, 12:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details