নিউটাউন, 18 সেপ্টেম্বর : নিউটাউনে চুরির ঘটনায় গ্রেপ্তার 1 । ধৃতের নাম সুব্রত মণ্ডল । বাড়ি নিউটাউনের যাত্রাগাছি আর আর সাইট এলাকায় । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ ও চারটি মোবাইল।
IT কর্মীদের নজরে রাখত, চুরির ঘটনায় স্বীকার ধৃতের - Newtown
জেরায় ধৃত যুবক জানায়, IT কর্মীদের সে নজরে রাখত । মূলত কার কাছে দামি মোবাইল রয়েছে তাঁদের উপর রাখত নজর । এরপর তাঁদের পিছু করে ঠিকানার হদিস নিত সে ।
জানা গিয়েছে, 3 সেপ্টেম্বর নিউটাউনের রামকৃষ্ণ পল্লির একটি বাড়ির জানালা ভেঙে চুরি যায় দুটি মোবাইল ফোন সহ বেশকিছু মূল্যবান জিনিস । ঘটনায় নিউটাউন থানায় চুরির অভিযোগ করা হয় । চুরির তদন্তে নামে নিউটাউন থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে, গতকাল রাতে নিউটাউনের যাত্রাগাছি খালপাড়ে অভিযান চালায় পুলিশ । সেখান থেকেই গ্রেপ্তার করা হয় সুব্রত মণ্ডল নামে ওই যুবককে । পুলিশি জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করে ধৃত । জেরায় ধৃত যুবক জানায়, IT কর্মীদের সে নজরে রাখত । মূলত কার কাছে দামি মোবাইল রয়েছে তাঁদের উপর রাখত নজর । এরপর সে তাঁদের পিছু করে ঠিকানার হদিস নিত। এমন কী কখন কাজে যান এবং কখন ফেরেন সে দিকেও নজর রাখত সুব্রত । সুযোগ বুঝে, গভীর রাতে বাড়ির জানালা দিয়ে মোবাইল, ল্যাপটপ চুরি করত সে ।