বেওয়ারিশ গাড়ি থেকে 16টি মোবাইল ও টাকা গোনার মেশিন উদ্ধার খড়দা(উত্তর 24 পরগনা), 13 মে: টাকা গোনার মেশিন ও একাধিক মোবাইল ফোন-সহ সোদপুর থেকে একটি মালিক বিহীন গাড়ি বাজেয়াপ্ত করল খড়দা থানার পুলিশ । শুক্রবার রাতে গাড়িটি বাজেয়াপ্ত করা হয় ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ । জানা গিয়েছে, পানিহাটির পৌরপ্রধান মলয় রায়ের উদ্যোগে গত সোমবার থেকে সোদপুর অমরাবতী মাঠে শুরু হয়েছে 36 দিনের 'পানিহাটি এক্সপো মেলা' । সেই মেলার মঞ্চের পিছনে ভিআইপি গেটের কাছে গত কয়েকদিন ধরে রহস্যজনকভাবে পড়ে থাকতে দেখা গিয়েছে একটি এসইউভি গাড়িকে ৷ গতকাল সেই গাড়িটিকেই বাজেয়াপ্ত করেছে খড়দহ থানার পুলিশ । গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে 16টি মোবাইল ফোন ও টাকা গোনার মেশিন ।
পুলিশ সূত্রে খবর, এছাড়াও উদ্ধার হয়েছে বেশকিছু প্যান কার্ড, এটিএম কার্ড, প্রেস কার্ড, নথিপত্র-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী । কোনও অসৎ উদ্দেশ্যে কেউ গাড়িটি রেখে গিয়েছিল কি না পুলিশ সেদিকটি যেমন খতিয়ে দেখছে ৷ তেমনই গাড়িটির মালিকানার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে । জানা গিয়েছে, বাঁকুড়া আঞ্চলিক পরিবহণ দফতরের থেকে রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটি ৷ সেটি সেলিম মিদ্যা নামে এক ব্যক্তির । গাড়িটির বয়স প্রায় 10 বছর । কিন্তু বাঁকুড়ার গাড়ি সোদপুরে এল কী করে, তার তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ ।
স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরে গাড়িটি ওই মাঠে রাখা ছিল । গাড়িটির কোনও মালিকানা না পাওয়ায় মেলা উদ্যোক্তারা মেলার ব্যারিকেড ঘুরিয়ে দেন । বৃহস্পতিবার বিষয়টি নজরে আসে খড়দা থানার পুলিশের । এরপরই পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করে নিয়ে যায় । মেলা কমিটির মুখ্য সংগঠক তথা পূর্ব পানিহাটি তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোময় রায় বলেন, "বেশ কয়েকদিন ধরে গাড়িটি সেখানে রয়েছে ৷ আমরা পাড়াতে খোঁজখবর নিয়েছিলাম ৷ কিন্তু গাড়ির মালিকানার বিষয় কেউ কিছু বলতে পারেনি । এরপর পুলিশ মেলা প্রাঙ্গণটি খতিয়ে দেখতে আসলে বিষয়টি জানতে পারে এবং পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করে নিয়ে যায় । গাড়ির ভেতরে কি ছিল তা আমরা জানতাম না ৷ কারণ গাড়িটির কাঁচ বন্ধ অবস্থায় সম্পূর্ণভাবে লক করা ছিল ।"
তিনি এও জানান, বিষয়টি যথেষ্ট রহস্যজনক ৷ কারণ গাড়িটি থেকে কোনও ক্ষতিও হতে পারত । তবে বিজেপির যুব নেতা জয় সাহা এই বিষয়ে তীব্র উস্মা প্রকাশ করে বলেন, "কেন মেলা কমিটির এতদিন বিষয়টি নজরে এলো না ৷ বিষয়টি প্রশাসনের কী করে নজর এড়িয়ে গেল ।" তিনি আরও বলেন, "একটি গাড়ি থেকে যদি টাকা গোনার মেশিন উদ্ধার হতে পারে ৷ তাহলে কেন ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হবে না । বিষয়টি প্রশাসনের খুব গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা উচিত এবং একদম গোড়া থেকে বিষয়টি ধরা উচিত ।" পুলিশের অনুমান, গত দেড় মাস ধরে ওই গাড়িটি অমরাবতী মাঠে পড়ে রয়েছে ৷
আরও পড়ুন:নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত যুবক, খুনের অভিযোগ মায়ের