বারাসত, 30 জুন : CPI(M) ও তৃণমূল ছেড়ে প্রায় 1500 কর্মী-সমর্থক যোগ দিলেন BJP-তে । আজ উত্তর 24 পরগনার আমডাঙার আদহাটায় তাঁদের হাতে BJP-র পতাকা তুলে দেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী ফাল্গুনী পাত্র ।
আমডাঙায় CPI(M) ও তৃণমূল ছেড়ে 1500 কর্মী-সমর্থকের BJP-তে যোগ - barasat
CPI(M) ও তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিলেন প্রায় 1500 কর্মী-সমর্থক । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী ফাল্গুনী পাত্র ।
আমডাঙার BJP নেতা অলোক কাহার বলেন, "আমডাঙার বিভিন্ন ব্লক থেকে CPI(M) ও তৃণমূল ছেড়ে প্রায় 1500 কর্মী BJP-র পতাকা হাতে তুলে নিয়েছেন । দলত্যাগীদের মধ্যে পঞ্চায়েতের প্রাক্তন সদস্যও রয়েছেন । আমডাঙা বিধানসভায় তৃণমূল দল বলে আর কিছু থাকবে না । কারণ, এখানে যেভাবে শাসকদল ছেড়ে প্রায় প্রতিদিন গেরুয়া শিবিরে নাম লেখানোর হিড়িক পড়েছে, তাতে সেই সম্ভাবনাই ক্রমশ জোরালো হচ্ছে ।"
অন্যদিকে দলত্যাগীদের বক্তব্য, "CPI(M) ও তৃণমূলে এখন আর ভালো মানুষের জায়গা নেই । তোলাবাজি ও দুর্নীতিতে ভরে গেছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নে সামিল হতেই আজ আমরা BJP-তে যোগ দিয়েছি ।"