ব্যারাকপুর , 5 অক্টোবর : দলীয় নেতা খুনের প্রতিবাদে BJP-র ডাকা 12 ঘণ্টা বনধে সকাল থেকে সুনসান ব্যারাকপুর । টিটাগড়, হালিশহর, ব্যারাকপুর, নৈহাটি, কাঁকিনাড়া ও কাঁচরাপাড়া-সহ ব্যারাকপুর লোকসভার প্রায় সর্বত্র বনধের প্রভাব পড়েছে। রাস্তাঘাটে দু'চার জন দেখা গেলেও নেই কোনও যানবাহন । দোকান-বাজার খোলেনি । তবে বনধের আওতা থেকে জুটমিলকে বাদ রাখা হয়েছে । তাই, বনধে ব্যারাকপুর অচল হলেও জুটমিলে চালু রয়েছে উৎপাদন ব্যবস্থা ।
রবিবার রাতে দলীয় কার্যালয়ের সামনে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় BJP নেতা তথা আইনজীবী মণীশ শুক্লা-র । সেই খুনের প্রতিবাদে আজ 12 ঘণ্টা ব্যারাকপুর বনধের ডাক দিয়েছে BJP। আজ সকাস থেকেই বিভিন্ন জায়গায় তার প্রভাব পড়েছে । তবে এখনও পর্যন্ত পুলিশ বা দলীয় নেতাদের রাস্তায় দেখা যায়নি । অন্যদিকে , আজ BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব কৈলাস বিজয়বর্গীয় , মুকুল রায় , সৌমিত্র খাঁ ব্যারাকপুরে আসছেন । তাঁদের সঙ্গে থাকবেন সাংসদ অর্জুন সিং-ও । তাঁরা এই ঘটনার প্রতিবাদে থানায় স্মারকলিপি জমা দেবেন ।