স্বরূপনগর, 21 সেপ্টেম্বর : চোরাপথে ভারত সীমানায় ঢোকায় মহিলা ও শিশুসহ গ্রেপ্তার 13 জন । আজ সকালে স্বরূপনগর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে । গত এক সপ্তাহে এই নিয়ে সীমান্তে মোট 59 জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল পুলিশ ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৈধ কাগজপত্র ছাড়াই স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে আমুদিয়ায় ঢোকে 13 জন । ভোরবেলা দেখতে পেয়ে সেখান থেকে তাদের আটক করে 112 নম্বর ও 153 নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনী । তারপর স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় তাদের । ধৃতদের মধ্যে চারজন মহিলা, দু'জন শিশু ও পাঁচজন পুরুষ ছিলেন । এদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় ।