বনগাঁ, 7 জুন : বনগাঁ পৌরসভায় অচলাবস্থা । পৌরপ্রধান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা আনলেন বনগাঁ পৌরসভার 11 জন কাউন্সিলর । আজ সকালে তাঁরা স্বাক্ষর সম্বলিত আবেদনপত্র মহকুমাশাসকের কাছে জমা দেন ।
বনগাঁ পৌরসভাও এবার তৃণমূলের হাতছাড়া হওয়ার পথে । বনগাঁ পৌরসভায় মোট 22টি আসন । তার মধ্যে তৃণমূলের দখলে রয়েছে 20টি । বাকি 2টির একটি কংগ্রেস ও একটি CPI(M)-এর দখলে । কিন্তু লোকসভা ভোটের ফল প্রকাশের পর বনগাঁয় তৃণমূলের সাংগঠনিক বাঁধন অনেকটাই আলগা হয়েছে । দেখা গেছে, বনগাঁর 22টি ওয়ার্ডের 21টি-তেই BJP প্রার্থী লিড পেয়েছে । এর মধ্যে জোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থার দাবি তুললেন পৌরসভা 11 জন কাউন্সিলর । ফলে বনগাঁয় তৃণমূলের ফাটল ধরল ।