পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দেশখালিতে আন্ত্রিকে আক্রান্ত শতাধিক - diarrhea

অসহ্য গরমের পর হঠাৎ বৃষ্টি । আর তাতেই ছড়াচ্ছে ডায়ারিয়া । আক্রান্ত হলেন বসিরহাট মহকুমার সন্দেশখালি ব্লকের উত্তর বোলতলার শতাধিক বাসিন্দা । হাসপাতালে ভরতি 50 জন ।

হাসপাতালে ভরতি আক্রান্তরা

By

Published : Jun 6, 2019, 12:30 AM IST

Updated : Jun 6, 2019, 12:37 AM IST

সন্দেশখালি, 6 জুন : রাজ্যজুড়ে অসহনীয় তাপমাত্রা। তারপর হঠাৎ বৃষ্টি। এরই কারণে বসিরহাট মহকুমার সন্দেশখালি ব্লকের উত্তর বোলতলায় ছড়াল ডায়ারিয়া। তাতে আক্রান্ত হলেন শতাধিক বাসিন্দা। তারমধ্যে ৫০ জন হাসপাতালে চিকিৎসাধীন।

আক্রান্তদের মধ্যে 50 জনকে 9 নম্বর সান্ডেলের বিল ব্লক হাসপাতালে ভরতি করা হয়েছে। সেখান থেকে ডাক্তার যাদের অবস্থা গুরুতর তাদের কয়েকজনকে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছেন । বাকিদের গ্রামেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে গ্রামে মেডিক্যাল ক্যাম্পও করা হয়েছে।

রোগের লক্ষণ হিসেবে আক্রান্তদের মধ্যে জ্বর, পেটের গোলমাল, বমি ও মাথার যন্ত্রণার উপসর্গ রয়েছে। টানা কয়েকদিন ধরে অসহ্য গরম। তারপরই মঙ্গলবার দিনভর বৃষ্টি হওয়ার পরই এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে চিকিৎসকরা মনে করছেন।

Last Updated : Jun 6, 2019, 12:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details