পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাচারের আগে ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার 100 কেজি ইলিশ - ইলিশ পাচার

পেট্রাপোল সীমান্তের ঘোনারমাঠ এলাকায় BSF জওয়ানদের তৎপরতায় উদ্ধার হয় ইলিশ৷ যার বাজার মূল্য 1 লাখ 20 হাজার টাকা।

Hilsa recovered from Petrapole
ইলিশ

By

Published : Sep 4, 2020, 4:38 AM IST

বনগাঁ, 4 সেপ্টেম্বর: ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারের সময় উদ্ধার 100 কেজি ইলিশ। বৃহস্পতিবার সকালে পেট্রাপোল সীমান্তের কাছে ঘোনারমাঠ এলাকা থেকে BSF পাচারকারীদের কাছ থেকে এই ইলিশ মাছগুলি আটক করে। BSF জানিয়েছে, আটক করা মাছের বাজার মূল্য 1 লাখ 20 হাজার টাকা।

BSF সূত্রে জানা গিয়েছে, পেট্রাপোল সীমান্তের ঘোনারমাঠ এলাকায় জওয়ানরা বৃহস্পতিবার সকালে টহল দিচ্ছিলেন। তখন কয়েকজন ব্যক্তি মাথায় ভারী ব্যাগ নিয়ে ওই জায়গায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। জওয়ানরা তাদের দাঁড়াতে বলেন। কিন্তু, পাচারকারীরা ব্যাগ ফেলে দৌড় শুরু করে। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাদের পিছু ধাওয়া করলেও শেষ অবধি ধরতে পারেননি। এরপর পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগে তল্লাশি চালিয়ে দেখা যায়, ব্যাগের ভিতরে রয়েছে বিপুল পরিমাণ ইলিশ মাছ। BSF পেট্রাপোলের শুল্ক দপ্তরে উদ্ধার হওয়া মাছ জমা দিয়েছে।

BSF-এর 158 নম্বর ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার আরএস ভান্ডারি বলেন, "পাচার রুখতে সীমান্তে সবসময় নজরদারি চালানো হয়। এদিন জওয়ানদের তৎপরতাতেই বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় 100 কেজি ইলিশ মাছ উদ্ধার হয়েছে। আগেও কয়েকবার আমরা ইলিশ পাচার রুখে দিয়েছি।"

ABOUT THE AUTHOR

...view details