পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জয়শ্রীরামের পালটা 10 হাজার পোস্টকার্ড যাচ্ছে প্রধানমন্ত্রীর ঠিকানায় - dum dum

'জয় হিন্দ', 'বন্দেমাতরম', 'জয় বাংলা' লেখা 10 হাজার পোস্টকার্ড পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঠিকানায় । দক্ষিণ দমদম পৌরসভার তৃণমূল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও গৌতম হালদারের নেতৃত্বে শুরু হয়েছে এই কর্মসূচি ।

ফাইল ফোটো

By

Published : Jun 4, 2019, 6:13 PM IST

Updated : Jun 4, 2019, 6:19 PM IST

দমদম, 4 জুন : পোস্টকার্ডে লেখা 'জয় হিন্দ', 'বন্দেমাতরম', 'জয় বাংলা' । ঠিকানা, 7 লোক কল্যাণ মার্গ, নিউ দিল্লি । এখানেই থাকেন দেশের প্রধানমন্ত্রী । তাঁকেই উদ্দেশ করে চিঠি পাঠাচ্ছেন তৃণমূল সমর্থকরা ।

এটা কোনও লেখার ভুল নয় । এমনই কর্মসূচি নিয়েছেন দক্ষিণ দমদম পৌরসভার তৃণমূল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও গৌতম হালদার । উদ্দেশ্য, অর্জুন সিং-এর পালটা ।

জয়শ্রীরাম স্লোগান নিয়ে এই মুহূর্তে সরগরম রাজ্য-রাজনীতি । চন্দ্রকোনা, জগদ্দল ও নৈহাটিতে BJP-র জয়শ্রীরাম ধ্বনিতে মেজাজ হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । 2 জুন ফেসবুকে সরবও হন তিনি । এরপরই গতকাল মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় জয়শ্রীরাম লেখা পোস্টকার্ড পাঠান ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং । অর্জুনের 'পালটা' হিসেবে আজ প্রধানমন্ত্রীর ঠিকানায় পোস্টকার্ড পাঠানো শুরু করল তৃণমূল ।

তৃণমূল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর জয়শ্রীরাম ধ্বনি দিয়ে ঝাপিয়ে পড়ে BJP ঠিক করেনি । কিন্তু, আমরা অর্জুন সিং, বাবুল সুপ্রিয়দের নয়, সরাসরি প্রধানমন্ত্রীর বাসভবনে ঠিকানায় এই চিঠি পাঠাচ্ছি ।"

প্রধানমন্ত্রীর ঠিকানায় পাঠানো হচ্ছে চিঠি

তৃণমূল কাউন্সিলর গৌতম হালদার বলেন, "রাস্তাঘাটে জয়শ্রীরাম বলা বাংলার সংস্কৃতি নয় । জয়শ্রীরামে আমাদের কারও আপত্তি নেই । মন্দিরে গিয়ে জয়শ্রীরাম ধ্বনি দেওয়াই যায় । এটা বোঝাতেই আমরা প্রধানমন্ত্রীকে 10 হাজার পোস্টকার্ড পাঠাচ্ছি ।"

অন্যদিকে, গতকাল দিলীপ ঘোষের হোয়াটসঅ্যাপ নম্বর-সহ একটি বার্তা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় । সেই বার্তায় লেখা ছিল, "যদি তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন, তাহলে এখনই ওঁকে 'জয় হিন্দ', 'জয় বাংলা', 'মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ' লিখে মেসেজ পাঠান ।"

Last Updated : Jun 4, 2019, 6:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details