পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমডাঙায় কোরোনা সংক্রমিত 10 - কোরোনা

আমডাঙায় কোরোনা সংক্রমিত 10জন। তাঁরা ভিন রাজ্য থেকে ফিরেছেন বলে খবর। আক্রান্তদের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে।

North 24 pargana
North 24 pargana

By

Published : May 29, 2020, 11:37 AM IST

আমডাঙা, 29 মে: এবার কোরোনা সংক্রমিতের তালিকায় যুক্ত হল আমডাঙার নামও। মহারাষ্ট্র ফেরত 10জন শ্রমিকের দেহে মিলল কোরোনা ভাইরাস। গতকাল তাঁদের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এরপরই তড়িঘড়ি আক্রান্তদের নিয়ে যাওয়া হয় রাজারহাটের কোরোনা হাসপাতালে। সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সিল করে দেওয়া হয়েছে আক্রান্তদের বাড়ির এলাকাও।

প্রশাসন সূত্রে জানা গেছে, আক্রান্ত ওই শ্রমিকদের বাড়ি আমডাঙা থানার বিভিন্ন এলাকায়। তাঁরা প্রত্যেকেই মহারাষ্ট্রে শ্রমিকের কাজে গেছিলেন। 23 মে সেখান থেকে তাঁরা রাজ্যে ফেরেন। বারাসত স্টেডিয়ামে মহারাষ্ট্র ফেরত প্রায় 300 শ্রমিকের স্ক্রিনিং করা হয় জেলা স্বাস্থ্য বিভাগের তরফে।এরপর, আমডাঙার বাড়িতে ফিরে যান ওই শ্রমিকরা। তবে,বাড়ি ফিরলেও স্বাস্থ্য বিভাগের তরফে তাঁদের 14 দিনের হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়। এরই মধ্যে ওই 10 শ্রমিকের লালারসের নমুনা পাঠানো হয় কোরোনা পরীক্ষার জন্য। গতকাল সেই নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই,দুপুরের দিকে চিকিৎসার জন্য আক্রান্তদের নিয়ে যাওয়া হয় রাজারহাটের কোরোনা হাসপাতালে।পাশাপাশি, পরিবারের সদস্যদেরও নির্দেশ দেওয়া হয়েছে কোয়ারানটিনে থাকার জন্য। আক্রান্তদের বাড়ির এলাকা বাঁশের ব্যারিকেড দিয়ে সিল করে দেওয়া হয় প্রশাসনের তরফে।

এতদিন কোরোনা মুক্ত অঞ্চল হিসেবে পরিচিত ছিল আমডাঙা। উত্তর 24 পরগনার বারাসত, মধ্যমগ্রাম, অশোকনগর, হাবরা, বনগাঁয় কোরোনার বাড়বাড়ন্ত ছিল। সেই জায়গায় কোরোনা থাবা বসাতে পারেনি আমডাঙায়। কিন্তু, ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকরা আমডাঙায় প্রবেশ করতেই এবার সংক্রমিতের হদিস মিলল সেখানেও। যা নিয়ে রীতিমতো চিন্তায় পড়েছেন প্রশাসনের কর্তারা। আশঙ্কা, শ্রমিকদের কোরোনা পরীক্ষার রিপোর্ট একে একে আসতে শুরু করলে এই সংখ্যাটা আরও বাড়তে পারে। আর তা যদি হয়,সেটা নিঃসন্দেহে প্রশাসনের মাথা ব্যথার কারণ হবে তা বলাই যায়।

এদিকে,আমডাঙায় মহারাষ্ট্র ফেরত সকল শ্রমিকদের লালারসের নমুনা এখনও সংগ্রহ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। যার ফলে অনেকেই স্বাস্থ্যবিধি না মেনে বাইরে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ। এনিয়ে বাসিন্দাদের একাংশের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। আতঙ্কেও রয়েছেন তাঁরা। যদিও,আমডাঙা ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভিন রাজ্য ফেরত প্রত্যেকেরই লালারসের নমুনা কোরোনা পরীক্ষার জন্য পাঠানো হবে। এই নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রশাসন গোটা বিষয়ের উপর নজর রাখছে।

অন্যদিকে, গতকাল দেগঙ্গায় আরও দু'জন ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিক কোরোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পরই রাজারহাটের কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আক্রান্তদের পরিবারের সদস্যদের কোয়ারানটিনে রাখা হয়েছে। বাঁশের ব্যারিকেড দিয়ে আক্রান্তদের বাড়ির এলাকাও ঘিরে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

প্রসঙ্গত,রেড জোন উত্তর 24 পরগনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা। ভিন রাজ্য থেকে শ্রমিকরা জেলায় ফিরতেই সেই সংখ্যাটা হুহু করে বাড়ছে। দেগঙ্গা থেকে গত দু-দিনে আট শ্রমিকের কোরোনা আক্রান্ত হওয়ার হদিস মিলেছিল। গতকাল সেখানে আরও দু'জন কোরোনা আক্রান্ত হয়েছেন। এবার আমডাঙা থেকেও শ্রমিকদের কোরোনা আক্রান্ত হওয়ার খোঁজ পাওয়া গেল। স্বভাবতই ভিন রাজ্য ফেরত শ্রমিকদের কোরোনা আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ায় চিন্তার ভাঁজ পড়ছে জেলা প্রশাসন কর্তাদের কপালে।

ABOUT THE AUTHOR

...view details