বারাসত, 6 মে: লকডাউনে কোনওরকম জমায়েত সম্পূর্ণ নিষেধ । তা সত্ত্বেও রেড জ়োন হিসেবে চিহ্নিত বারাসতে পথে নেমে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল যুব মোর্চার কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে । আর এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 10 জনকে । পরে ব্যক্তিগত বন্ডে তাঁদের জামিন দেওয়া হয় ।
রেড জ়োন বারাসতে বিক্ষোভ যুব মোর্চার, গ্রেপ্তার 10
রেশনে দুর্নীতির অভিযোগ ও বিদ্যুতের বিল মকুব সহ একাধিক দাবিতে বুধবার পথে নেমে বিক্ষোভ দেখাল যুব মোর্চা ।
রেশনে দুর্নীতির অভিযোগে ও বিদ্যুতের বিল মকুব সহ একাধিক দাবিতে আজ দুপুরে বারাসতে বিক্ষোভ দেখায় যুব মোর্চা । রেড জ়োন হওয়া সত্ত্বেও বারাসতের কলোনি মোড়ে জমায়েত করে তারা। পোস্টার হাতে বিক্ষোভের সময় পুলিশ আন্দোলনকারীদের হটিয়ে দেয় । সেই সময় দু'পক্ষের মধ্যে ধস্তাধস্তিও বেধে যায় । পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।
যুব মোর্চার কর্মীদের গ্রেপ্তারি নিয়ে শুরু হয়েছে তরজা । BJP রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তুললেও তা মানতে চায়নি তৃণমূল । BJP-র অভিযোগ, "যুব মোর্চার কর্মীরা সুষ্ঠুভাবেবিক্ষোভ দেখাচ্ছিল । সেই সময় শাসকদলের নির্দেশে পুলিশ গায়ের জোরে যুব মোর্চার কর্মীদের টেনে হিঁচড়ে গাড়িতে তোলে । পুলিশের এই আচরণ অমানবিক ।" তাদের অভিযোগ অস্বীকার করে শাসকদলের বক্তব্য, "রেশন ও কোরোনা নিয়ে নাটক করতে BJP রাস্তায় নেমেছে । এই সময় তারা রাজনীতি করতে ব্যস্ত । পুলিশ পুলিশের কাজ করেছে । এর সঙ্গে আমাদের কোনও যোগ নেই ।"