স্বরূপনগর, 20 ফেব্রুয়ারি: ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রুখল বিএসএফ । বৈধ কাগজপত্র ছাড়াই চোরাপথে এ দেশে ঢোকার অপরাধে 10 জন বাংলাদেশিকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা (10 Bangladeshi arrested at Swarupnagar) ।
শনিবার রাতে ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার (North 24 parganas news) স্বরূপনগরের বালতি এলাকায় । পরে আটক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে পুলিশ । ধৃতদের মধ্যে একজন বালক-সহ বেশ কয়েকজন মহিলাও রয়েছেন (Bangladeshi infiltrators arrested) । এদের কারও কাছেই বৈধ নথিপত্র ছিল না বলে জানা গিয়েছে বিএসএফ সূত্রে । কী উদ্দেশ্যে ধৃতরা এ দেশে প্রবেশ করেছিল তা জানার চেষ্টা চলছে ।
ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা স্বরূপনগরের বালতিতে শনিবার রাতে সীমান্ত পাহারা দেওয়ার কাজ করছিলেন বিএসএফ জওয়ানরা (10 Bangladeshi arrested by BSF) । টহল দেওয়ার সময় তাঁরা লক্ষ্য করেন, চোরাপথে কয়েকজন অনুপ্রবেশকারী সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছেন । তখনই হাতেনাতে পাকড়াও করা হয় তাদের । তল্লাশি চালিয়ে তাদের কারও কাছ থেকেই বৈধ কোনও কাগজপত্র মেলেনি বলে দাবি বিএসএফ কর্তৃপক্ষের । এরপরই আটক করে 10 অনুপ্রবেশকারীকে নিয়ে যাওয়া হয় বিএসএফ ক্যাম্পে । সেখানে তাদের জেরা করে বিএসএফ জানতে পারে, এরা সকলেই বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা । চোরাপথে এ দেশে প্রবেশ করে কলকাতায় যাওয়াই তাদের উদ্দেশ্য ছিল বলে জানতে পেরেছে বিএসএফ । কিন্তু সেখানে যাওয়ার কী মতলব ছিল ওই বাংলাদেশিদের, তা খতিয়ে দেখা হচ্ছে ।