ব্যারাকপুর, 7 জুন : নিমতায় তৃণমূল নেতা নির্মল কুণ্ডু খুনের ঘটনায় গ্রেপ্তার আরও 1 । ধৃতের নাম সঞ্জয় দাস । গতকাল গোবরডাঙা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে । আজ ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক তাকে 6 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন ।
এই সংক্রান্ত খবর :নিমতায় তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার 2
নির্মল কুণ্ডু খুনের ঘটনায় এর আগে পুলিশ সুমন কুণ্ডু ও সুজয় দাসকে গ্রেপ্তার করেছিল । গতকাল তাদের ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন । তাদের জিজ্ঞাসাবাদ করে সঞ্জয় দাসের কথা জানতে পারে পুলিশ ।