বাগদা, 24 জানুয়ারি : পুলিশের জালে ধরা পড়ল এটিএম প্রতারণা চক্রের পান্ডা । ধৃতের নাম অভিজিৎ বৈদ্য । গোপালনগর থানার পাল্লা এলাকার বাসিন্দা । শুক্রবার রাতে পুলিশ গোপালনগরের পাল্লা এলাকা থেকে গ্রেপ্তার করে । ধৃতের কাছ থেকে বেশ কয়েকটি নকল এটিএম কার্ড উদ্ধার হয়েছে । গতকাল বনগাঁ মহকুমা আদালতে পাঠালে বিচারক 6 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে । তদন্ত শুরু করেছে পুলিশ ।
পুলিশ জানিয়েছে, প্রবীণ ব্যক্তিরা এটিএম কাউন্টারে টাকা তুলতে গিয়ে প্রায়ই সমস্যায় পড়েন । তখনই অভিজিৎ সাহায্যকারীর ভূমিকায় এগিয়ে আসে । গোপন পিন নম্বর জেনে নিয়ে টাকা তুলে দেয় । পরে আসল এটিএম কার্ডের পরিবর্তে নকল কার্ড ফেরত দেয় । পরে সেই কার্ড ব্যবহার করে গ্রাহকদের সমস্ত টাকা তুলে নিত । বেশ কিছুদিন ধরে এভাবে বাগদার বিভিন্ন এলাকায় একের পর এক এটিএম জালিয়াতির ঘটনা ঘটছিল ।
আরও জানায়, এই প্রতারণা চক্রটি নদিয়ার কল্যাণী, হরিণঘাটা, চাকদা, ও রানাঘাট এলাকায় সক্রিয় । উত্তর 24 পরগনা জেলার গোপালনগর, বাগদার বিভিন্ন এলাকায় এই চক্র সক্রিয় রয়েছে । সম্প্রতি বাগদা থানার পুলিশের কাছে 3 টি অভিযোগ আসে । তারপর তদন্তে নেমে পুলিশ এটিএম কাউন্টারে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে ওই যুবকের সন্ধান পায় ।