রায়গঞ্জ, 10 ফেব্রুয়ারি : দলত্যাগীদের এবার "রামছাগল" বলে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ রায়গঞ্জের জনসভা থেকে তিনি বলেন, " তৃণমূলের একটা স্বচ্ছতা আছে । যাদের কাজ করতে পাঠিয়েছিলাম, তারা গুছিয়ে নিয়ে পালিয়ে গেছে রামছাগলের মতো । যে কটা গেছে, আপদ বিদায় হয়েছে । আমি খুব খুশি হয়েছি । ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছেন ।" পাশাপাশি, বিজেপির রথযাত্রা নিয়ে আক্রমণ করেন তিনি ।
নির্বাচনী প্রচারে বিজেপির নতুন হাতিয়ার "পরিবর্তন যাত্রা"। পরিবর্তন যাত্রা আদতে "রথযাত্রা"। যদিও, বিজেপির রাজনীতির সঙ্গে রথযাত্রা কর্মসূচির সম্পর্ক আজকের নয় । এর আগেও বিভিন্ন রাজ্যে ভোটের আগে বিজেপিকে রথযাত্রা করতে দেখা গিয়েছে । বাংলাতেও তার অন্যথা হল না । তবে আইনি মারপ্যাঁচের কারণে, রথযাত্রার নাম বদলে পরিবর্তন যাত্রা রাখতে হয়েছে বিজেপিকে । 6 তারিখে নবদ্বীপের পর গতকাল বীরভূমের তারাপীঠ ও ঝাড়গ্রামের লালগড়ে পরিবর্তন যাত্রার সূচনা করেছেন জে পি নাড্ডা । এবার এই পরিবর্তন যাত্রা তথা রথযাত্রা নিয়ে বিজেপিকে আক্রমণ করতে ছাড়লেন না মমতা বন্দ্যোপাধ্যায় ।