পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পশ্চিমবঙ্গ সরকারের দেখানো পথেই হেঁটেছে উত্তরপ্রদেশ, মমতাকে আক্রমণ বিরোধীদের - Mamata Banerjee

"উত্তরপ্রদেশের ঘটনার প্রতিবাদে লোক দেখানো মিছিল করেছেন মুখ্যমন্ত্রী । পিঠ বাঁচানোর জন্য মিছিল । কারণ মানুষের তীব্র ক্ষোভ দেখে ভয় পেয়েছেন তিনিও ।" বললেন CPI(M)-র রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য ।

CPIM RALLY
CPIM RALLY

By

Published : Oct 4, 2020, 9:48 PM IST

কলকাতা, 4 অক্টোবর : পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রাণিত হয়ে উত্তরপ্রদেশে ধর্ষণের ঘটনা ঘটছে । মধ্যমগ্রামের ট্যাক্সিচালকের নির্যাতিতা মেয়ের প্রসঙ্গ তুলে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ বিরোধীদের ।

CPI(M)-র রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন, "ধর্ষণকে খেলা মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় । টাকা দিয়ে ধর্ষণের ক্ষতিপূরণ মেটানো যায়, মনে করেন তিনি । মধ্যমগ্রামে ট্যাক্সিচালকের নির্যাতিতা মেয়েকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । সেই দেখেই শিক্ষা পেয়েছে উত্তরপ্রদেশ । তারাও ধর্ষণের পর নির্যাতিতাকে জ্বালিয়ে দিল । মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টান্ত দেখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই কাণ্ড ঘটিয়েছেন । লোক দেখানো মিছিল করেছেন মুখ্যমন্ত্রী । পিঠ বাঁচানোর জন্য মিছিল । মানুষের তীব্র ক্ষোভ দেখে ভয় পেয়েছেন তিনিও । RSS, BJP এবং এ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে মানব সভ্যতার মর্যাদাহানি করছে ।"

প্রসঙ্গত, 2013 সালের 25 অক্টোবর মধ্যমগ্রামের বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বিহারের বাসিন্দা এক ট্যাক্সিচালকের কিশোরী মেয়েকে গণধর্ষণ করে 6 যুবক। পর দিন মধ্যমগ্রাম থানায় অভিযোগ জানায় ওই কিশোরী । এমনকী এলাকা ছেড়ে তারা অন্যত্র চলে যায়। তবু রেহাই মেলেনি। পুলিশের কাছে অভিযোগ করায় তাকে দ্বিতীয় বার গণধর্ষিতা হতে হয়। পরে অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হয় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত্যুকালীন জবানবন্দিতে মেয়েটি পুলিশকে জানায়, সে আত্মহত্যার চেষ্টা করেনি। তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল।

বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সুখবিলাস বর্মা চরম ভাষায় নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর এহেন আচরণের । তাঁর বক্তব্য, কামদুনি, পার্ক স্ট্রিট, মধ্যমগ্রামের নির্যাতিতারা এখনও সুবিচার পাননি । উত্তরবঙ্গের কোচবিহার, ময়নাগুড়িতেও একই ঘটনা ঘটেছে । ডেবরা, নদিয়া সর্বত্রই ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে । মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের ঘটনায় নীরব থেকেছেন । উত্তরপ্রদেশের ঘটনায় পথে নেমে মিছিল করেছেন । মুখ্যমন্ত্রীর কাছে তাঁর প্রশ্ন, "আমাদের রাজ্যের নির্যাতিতারা কি সুবিচার পেয়েছেন ? এ রাজ্যে যখন ধর্ষণ হয়েছিল সেই নির্যাতনের বিরুদ্ধে কি পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী?"

সম্প্রতি উত্তরপ্রদেশের ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে । ক্ষোভ প্রকাশ করে ইতিমধ্যেই পথে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । বিরোধীরা বলছে, ভোটের জন্য উত্তরপ্রদেশের ঘটনার প্রতিবাদ জানাতে মুখ্যমন্ত্রী পথে নেমেছেন । কিন্তু এ রাজ্যের নির্যাতিতারা এখনও সুবিচার পাননি ।

ABOUT THE AUTHOR

...view details