তারকেশ্বর, 26 জুলাই : ব্যবহৃত PPE কিট পড়ে থাকায় আতঙ্ক ছড়ালো হুগলির তারকেশ্বর বাসস্ট্যান্ডে ।
বাস স্ট্যান্ডের একটি দোকানের সামনে পড়েছিল ওই PPE কিটটি । সকালে দোকান খোলার সময় ব্যবসায়ীদের নজরে পড়ে । আতঙ্ক ছাড়ায় বাসস্ট্যান্ড চত্বরে । তারকেশ্বরের পৌরপ্রসাশক স্বপন সামন্ত এবং 14 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মহম্মদ নইমকে খবর দেন তাঁরা । খবর পেয়ে বাসস্ট্যান্ডে যান প্রাক্তন কাউন্সিলর এবং পৌরপ্রসাশক । কিন্ত রবিবার । ছুটির দিন থাকায় সঙ্গে সঙ্গে পৌরকর্মীদের পাওয়া যায়নি । খবর দেওয়া হলে পৌরকর্মীরা এসে ব্যবহৃত ওই PPE কিটটি সরিয়ে নিয়ে যায় । পাশাপাশি পুরো এলাকাকে জীবাণুমুক্ত করা হয় । ব্যবহৃত PPE কিটটিকে পরে বৈজ্ঞানিক পদ্ধতিতে নষ্ট করে দেওয়া হয় ।