খানাকুলে বোমাসহ গ্রেপ্তার দুই তৃণমূল কর্মী - খানাকুল
আজ ভোরে বাবলাতলা এলাকায় অভিযান চালায় পুলিশ । গ্রেপ্তার করা হয় নুরুল হোসেন ও সরফরাজ খানকে । অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় চারটি বোমা।
খানাকুল, 6 নভেম্বর : চারটি বোমাসহ গ্রেপ্তার দুই তৃণমূল কর্মী। হুগলির খানাকুলের ঘটনা । গ্রেপ্তার দুই তৃণমূল কর্মীর নাম নুরুল হোসেন ও সরফরাজ খান । উভয়েই খানাকুলের বাবলাতলা এলাকায় বাসিন্দা।
রাজনৈতিক অশান্তির জেরে বুধবার বোমাবাজির ঘটনা ঘটে খানাকুলের ঘোষপুর এলাকায়। ওইদিন রাতেই অভিযান চালিয়ে বাবলাতলা এলাকা থেকে পাঁচটি বোমা উদ্ধার করে খানাকুল থানার পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘোষপুর অঞ্চলের প্রধান হায়দার আলি ওই এলাকার পাঁচ তৃণমূল কর্মীর বিরুদ্ধে খানাকুল থানায় বোমাবাজির অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আজ ভোরে বাবলাতলা এলাকায় অভিযান চালায় পুলিশ । গ্রেপ্তার করা হয় নুরুল হোসেন ও সরফরাজ খানকে । অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় চারটি বোমা।
আজ ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের 14 দিন জেল হেপাজতের নির্দেশ দেন।