পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেলপাহাড়িতে “আপনার সঙ্গে প্রশাসন” কর্মসূচি জেলা শাসকের

দলদলি গ্রামে মূলত আদিবাসী ও মাহত সম্প্রদায়ের বাস । গ্রামে মোট 35টি পরিবার রয়েছে । বছরে একবার চাষ হয় এই এলাকায় ।

Belpahari
Belpahari

By

Published : Nov 7, 2020, 10:31 PM IST

ঝাড়গ্রাম, 7 নভেম্বর : “আপনার সাথে প্রশাসন” কর্মসূচিতে গিয়ে বেলপাহাড়ি গ্রামের মানুষের সমস্যার কথা শুনলেন জেলাশাসক। এক সময় মাওবাদীদের মুক্তাঞ্চল নামে পরিচিত ছিল বেলপাহাড়ির দলদলি গ্রাম। চারিদিকে পাহাড় ঘেরা এই গ্রামের মধ্যে এখনও উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেনি । তাই সরকারের বহুমুখী প্রকল্প থেকে যাতে এই দলদলি গ্রামের মানুষরা বঞ্চিত না হন তার জন্য আজ এই গ্রামে "আপনার সাথে প্রশাসন" কর্মসূচি করলেন জেলা প্রশাসনের আধিকারিকরা । গ্রামের মানুষের সমস্যার কথা শুনলেন জেলাশাসক । সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি।পাশাপশি গ্রামবাসীর হাতে মাছের চারা, মিনি কীট ও আনন্দধারা প্রকল্পে পাতা সেলাই এর মেশিন সহ একাধিক পরিষেবা তুলে দেওয়া হয়।


ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আজ ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের দলদলি গ্রামে "আপনার সাথে প্রশাসন" নামে গ্রামবাসীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য সেখানকার মানুষের কাছে সরকারের পরিষেবা পৌঁছে দেওয়া। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা প্রশাসনের প্রায় সমস্ত বিভাগের অধিকারিক ।

আজ এই অনুষ্ঠানের মঞ্চ থেকে গ্রামবাসীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়। দলদলি গ্রামে মূলত আদিবাসী ও মাহাত সম্প্রদায়ের বাস । গ্রামে মোট 35টি পরিবার রয়েছে । বছরে একবার চাষ হয় এই এলাকায় । গ্রামের অনেকেই জ্বালানি কাঠ বিক্রি করে, বাবুই দড়ি ও শাল পাতার থালা তৈরি করে জীবিকা নির্বাহ করেন। আজ এই গ্রামের বাসিন্দাদের মধ্যে রুই , কাতলা, মৃগেল প্রভৃতি মাছের চারা, মিনিকীট, পাতা সেলাই মেশিন তুলে দেন জেলাশাসক । পাশাপাশি গ্রামের মহিলাদের শাড়ি, কম্বল । পুরুষের ধুতি, লুঙ্গি এবং মেয়েদের কুর্তি তুলে দেওয়া হয়। এদিন অনুষ্ঠান শেষে পাহাড়ি পথে হেঁটে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য যে চেক ড্যামের কাজ চলছে তাও খতিয়ে দেখেন জেলাশাসক ।

ABOUT THE AUTHOR

...view details