দুর্গাপুর, 14 নভেম্বর : দুর্গাপুজোর সময় থেকে মোবাইল চুরি যাওয়ার একাধিক অভিযোগ জমা পড়েছিল দুর্গাপুর থানায়। তদন্তে নেমে 42টি স্মার্টফোন উদ্ধারের পাশাপশি মোট তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ।
ধৃতরা হল সরোজকুমার বিন্দ, তামলা ব্রিজ, মহম্মদ কৌশর। অভিযুক্ত প্রত্যেকেই দুর্গাপুর থানা এলাকার বাসিন্দা। গতকাল রাতে পুলিশ অভিযান চালায়। তাতেই মেলে সাফল্য। দুর্গাপুরের দুইটি পৃথক এলাকা থেকে ধৃতদের গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি 42টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
42টি স্মার্টফোন-সহ ধৃত 3 - Three people were arrested along with 42 smartphones
গতকাল রাতে পুলিশ অভিযান চালায়। দুইটি পৃথক এলাকা থেকে ধৃতদের গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার 42টি স্মার্টফোন ।
mobile
ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।