পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিশু দিবসে WBTC-র উপহার কলকাতা ইয়ং রিডার্স ট্রামকার - শ্যামবাজার

লাইব্রেরি ট্রাম বা চলমান ট্রামে গ্রন্থাগার আগেই কলকাতা শহরকে উপহার দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট করপোরেশন(WBTC) । এবার শিশুদের জন্যে নিয়ে এল কলকাতা ইয়ং রিডার্স ট্রামকার।

Young Reader's Tramcar
Young Reader's Tramcar

By

Published : Nov 13, 2020, 11:03 PM IST

কলকাতা, 13 নভেম্বর : কাল শিশু দিবস। এবার শহরের সকল শিশুদের কথা ভেবে তাঁদের জন্য “ইয়ং রিডার্স ট্রামকার” অভিনব উপহার ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট করপোরেশন(WBTC)-র। বড়দের পাশাপাশি এবার শিশুদের জন্যেও ট্রাম লাইব্রেরি। গতকাল শিশু দিবসের দিন আনুষ্ঠানিকভাবে এই ট্রামের সূচনা করা হবে (WBTC)-র তরফে। ট্রাম লাইব্রেরিতে থাকছে বিভিন্ন ধরনের গল্পের বই, শিশু সাহিত্য, শিশুদের পড়ার বই, কার্টুন, শিশুদের উপন্যাস, ছবির বই, আঁকার বই সহ আরও অনেক কিছু। এই ট্রাম লাইব্রেরির ভাড়া ধার্য করা হয়েছে 20 টাকা। বই পড়ার ক্ষেত্রে দিতে হবে না কোনও বাড়তি মূল্য।


WBTC এবং এপিজে আনন্দ লাইব্রেরির উদ্যোগে তৈরি হয়েছে এই ট্রামটি। আজ ট্রামটিকে এসপ্ল্যানেড চত্বরেই পরীক্ষামূলকভাবে দৌড় করানো হয়। (WBTC)-র সূত্রে খবর, ট্রামটি প্রতিদিন গরিয়াহাট থেকে এসপ্ল্যানেড ও আবার এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার পর্যন্ত যাত্রা করবে। ছোটো পাঠকদের জন্যে ট্রামটিতে ব্যবস্থা থাকছে 1000 উপরে বইয়ের। সঙ্গে থাকছে কিছু বড়দের পড়ার বইও। ট্রামের ভাড়া ছাড়া ছোটোদের এখানে ইচ্ছেমত বইগুলো নেড়েচেড়ে দেখতে, পড়ে লাগবে না কোনও বাড়তি মূল্য।

ছোটোদের লাইব্রেরির ধাঁচে সাজানো হয়েছে 32টি আসনের এই এক বগির AC ট্রামটিকে। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের আধিকারিক চঞ্চল দাস বলেন, "এই ডিজিটাল যুগে শিশুদের বই পড়ার অভ্যাসটা প্রায় শেষ হতে বসেছে, তাই বইপাড়ার বিষয়টিকে কিছুক্ষণ হলেও ফিরিয়ে আনতে এবং নতুন প্রজন্মের কাছে ট্রামের সফরকে আরও বেশি জনপ্রিয় ও আকর্ষণীয় করে তোলার জন্য এই অভিনব উদ্যোগ।"

ABOUT THE AUTHOR

...view details