পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-তে যোগ দিলেন কংগ্রেস নেতা নেপাল মাহাত-র ভাইপো

যোগদানকারীর হাতে দলীয় পতাকা তুলে দেন BJP সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত ও জেলা BJP-র সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী।

 West bengal
West bengal

By

Published : Nov 12, 2020, 4:35 PM IST

Updated : Nov 12, 2020, 5:44 PM IST

পুরুলিয়া, 12 নভেম্বর : প্রদেশ কংগ্রেস নেতা নেপাল মাহাত-র ভাইপো সহ বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক কর্মী সমর্থক যোগ দিলেন BJP-তে । পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাত-র ভাইপো সুব্রত মাহাত, এলাকার দুই গ্রাম পঞ্চায়েত সদস্য এবং শতাধিক কর্মী সমর্থকদের আজ সঙ্গে নিয়ে পুরুলিয়ার BJP সাংসদ অফিসে গিয়ে যোগদান করেন।

যোগদানকারীর হাতে দলীয় পতাকা তুলে দেন BJP সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত ও জেলা BJP-র সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। কয়েকদিন আগে সুব্রতর মাহাত-র ভাই সিদ্ধার্থ মাহাত কলকাতায় তৃণমূলের সদর কার্যালয়ে গিয়ে যোগদান করেন।

পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি, পাঁচ বারের বিধায়ক তথা দক্ষ রাজনৈতিক নেতা নেপাল মাহাতকে পরাজিত করা যেকোনও বিরোধী রাজনৈতিক দলের পক্ষেই চিন্তার বিষয় । তাই এবার নেপাল মাহাত-র পরিবারেই ভাঙন ধরানোর লক্ষ্য BJP-র। এমনই মনে করছেন জেলার রাজনৈতিক নেতারা। যদিও, কংগ্রেস ছেড়ে আসা সুব্রত মাহাত-র দাবি, মানুষের সেবা করতে এবং এলাকার উন্নয়ন করতেই BJP-তে যোগদান। " এবিষয়ে, BJP সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত বলেন, "এলাকার উন্নয়নের স্বার্থে কেন্দ্র সরকারের প্রতি আস্থা রেখে মোদিজির থেকে অনুপ্রাণিত হয়ে প্রদেশ কংগ্রেস নেতা নেপাল মাহাত-র ভাইপো এবং এলাকার দুই গ্রাম পঞ্চায়েত সদস্য সহ বিভিন্ন দলের শতাধিক কর্মী সমর্থক আজ BJP-তে যোগ দিলেন।"

Last Updated : Nov 12, 2020, 5:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details