কলকাতা, 9 নভেম্বর : মাঝেরহাট ব্রিজ নতুন করে নির্মাণের কাজ ইতিমধ্যেই শেষ করে ফেলেছে রাজ্য সরকার। গতকাল যাওয়া এবং আসা দুই অংশেই বিটুমিন ও কংক্রিট করে হেভিওয়েট রোলার চালিয়ে নির্মাণ প্রক্রিয়া সম্পূর্ণ করালেন পূর্ত দপ্তরের কর্মীরা। এখন অপেক্ষা রেলের সেফটি এবং সিকিউরিটি সার্টিফিকেটের। সেই সার্টিফিকেট পাওয়া গেলেই ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দ্বিতীয় হুগলি সেতুর ধাঁচে 250 কোটি খরচে 650 মিটার দীর্ঘ এই নতুন মাজেরহাট ব্রিজ তৈরি করা হয়েছে। নতুন মাজেরহাট ব্রিজটি চার লেনের। নতুন এই ব্রিজটির 227 মিটার অংশ কেবলের মাধ্যমে ঝুলন্ত অবস্থায় তৈরি করা হয়েছে। এর মধ্যে 100 মিটার ব্রিজ রেলের লাইনের উপরে ঝুলছে। ব্রিজের ঝুলন্ত অংশ রয়েছে বজবজ লাইনের উপর। এই অংশের “সেফটি-সিকিউরিটি” সার্টিফিকেট চেয়ে ইতিমধ্যেই রেলকে চিঠি দিয়েছে পূর্ত দপ্তর। চাওয়া হয় বহন ক্ষমতা পরীক্ষার অনুমতি। রেলের তরফে সেই বিষয়ে সবুজ সংকেতও এসে গেছে বলে খবর।