রায়গঞ্জ, 4 অক্টোবর : কাঁচা চা পাতা চুরির প্রতিবাদে পথ অবরোধ, বিক্ষোভ । উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ভৈষপিটা গ্রামের ঘটনা ।
চা পাতা চুরির প্রতিবাদে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ চাষিদের - দুষ্কৃতীদের বিরুদ্ধে চা পাতা চুরির অভিযোগ
নৈশপ্রহরীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাগান থেকে চা পাতা চুরির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে । প্রতিবাদে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ চা চাষিদের ।
![চা পাতা চুরির প্রতিবাদে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ চাষিদের Road block, protest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:29:13:1601805553-wb-ndin-01-road-block-wb10021-04102020152136-0410f-1601805096-474.jpg)
চা চাষিদের অভিযোগ, বিগত কয়েকমাস ধরে কাচা চা পাতা চুরি হওয়ার ঘটনা ঘটছে । চোপড়া থানার পুলিশের কাছে অভিযোগ জানালেও কোনও সুরাহা হয়নি । পুলিশ তাদের চা পাতা পাহারা দেওয়ার পরামর্শ দিয়েছিল । সেইমত নৈশপ্রহরীও রাখা হয়েছিল । কিন্তু অভিযোগ, দুষ্কৃতীরা নৈশপ্ৰহরীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখাচ্ছে । তাকে সরিয়ে দিয়ে চা পাতা চুরি করেছে । দুষ্কৃতীদের দৌরাত্ম্যের প্রতিবাদে আজ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় চা চাষিরা ।
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পরে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা । তবে চুরি বন্ধ না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে চা চাষিরা ।