পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেদিনীপুরের ফ্রি ওয়াইফাই জ়োনে গাছের নিচে বসে পরীক্ষা ছাত্রীর ! - মোবাইল টাওয়ারের সমস্যা

ফ্রি ওয়াইফাই জ়োনে বসে অনলাইনে পরীক্ষা দিতে দেখা অষ্টম শ্রেণির ছাত্রীকে । মেদিনীপুরে ধরা পড়ল এই ছবি ।

Online exam , internet problem

By

Published : Oct 5, 2020, 6:39 PM IST

মেদিনীপুর, 5 অক্টোবর : ইন্টারনেট সংযোগ আছে । কিন্তু বাড়িতে ঠিকমতো কাজ করে না । তাই ফ্রি ওয়াইফাই জ়োনে গিয়ে গাছের নিচে বসে অনলাইনে পরীক্ষা দিল মেদিনীপুরের এক ছাত্রী ।

কলকাতা হীরেন্দ্র লিলা পট্টনবি হাই স্কুলের (ICSC) অষ্টম শ্রেণির ছাত্রী জিতসি করণ । কোরোনা সংক্রমণের জন্য অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করেছে স্কুল কর্তৃপক্ষ । কিন্তু বাড়িতে ঠিকমতো নেটওয়ার্ক না পাওয়ায় মাঠে বসে পরীক্ষা দিতে দেখা গেল তাঁকে ।

মেদিনীপুরের হবিবপুরের বাসিন্দা সুজিত করণ কর্মসূত্রে কলকাতায় থাকেন । কোরোনা সংক্রমণ ও লকডাউনের জন্য মেয়ে জিতসি ও স্ত্রীকে নিয়ে মেদিনীপুরের বাড়িতে রয়েছেন । সুজিতবাবু ও তাঁর স্ত্রী উমা করণের অভিযোগ, হবিবপুরের চৌধুরি পুকুর পাড় এলাকায় বাড়িতে কিছুতেই নেটওয়ার্ক থাকে না । ফলে অনলাইনে পরীক্ষা চলাকালীন সঠিক সময়ে উত্তরপত্র জমা দেওয়া যাচ্ছে না । এই পরিস্থিতিতে গত বুধবার থেকেই শহরের বিদ্যাসাগরের হলের কাছে MKDA-এর ফ্রি ওয়াইফাই জ়োনে গাছের নিচে বসে পরীক্ষা দিচ্ছে জিতসি । প্রতিদিন দু'টো করে পরীক্ষা, সময় 1 ঘণ্টা ।

তাঁরা বলেন, "বাড়িতে থাকলে কিছুতেই নেটওয়ার্ক পাওয়া যায় না । তাই নিরুপায় হয়ে এখানে এসেছি । বৃষ্টি এলে বা এখানে সভা-সমিতি হলে একটু সমস্যা হয় । তা বাদে পরীক্ষা শান্তিতে দিতে পেরেছে মেয়ে । সরকারের কাছে আবেদন জানাব, নতুন করে যেন টাওয়ার বসানোর পরিকল্পনা করা হয় যাতে অনলাইনে পরীক্ষাগুলো খুব সহজে ছাত্রছাত্রীরা দিতে পারে ।"

ABOUT THE AUTHOR

...view details