রায়গঞ্জ, 7 নভেম্বর : ইসলামপুরের শিয়ালতোড়ে নবি দিবসের শোভাযাত্রা থেকে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ছয় নাবালকের । ওই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারপিছু দুই লাখ টাকা এবং আহতদের পরিবারকে 50 হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন। এবার সেই ক্ষতিপূরণ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতর । চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লকের বিধায়ক আলি ইমরান রমজের অভিযোগ, আদালতের নির্দেশকে উপেক্ষা করেছে রাজ্য সরকার। মৃতদের পরিবারকে দুই লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা ভঙ্গ করা হয়েছে। যদিও বিষয়টি খতিয়ে দেখার জন্য জেলা প্রশাসনের কর্তাদের কাছে আবেদন করেছেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ।
30 অক্টোবর শিয়ালতোড়ে শোভাযাত্রা থেকে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয় 13 জন নাবালক । তাদের মধ্যে দুই নাবালকের ঘটনাস্থানেই মৃত্যু হয়। পরবর্তীতে ইসলামপুর এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও চার নাবালকের মৃত্যু হয়। ঘটনার দিন তিন নাবালকের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবার পিছু দুই লাখ টাকা এবং আহতদের 50 হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই জেলাশাসক মৃতদের পরিবারের হাতে দুই লাখ টাকার চেক তুলে দেন। পাশাপাশি ব্লক প্রশাসনের কর্তারা আহতদের বাড়ি গিয়ে তাদের পরিবারের হাতে 50 হাজার টাকার চেক তুলে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে আহত তিন নাবালকের মৃত্যু হয় । সেইমতো জেলা প্রশাসন তাদের পরিবারের হাতে দেড় লাখ টাকার চেক তুলে দেন । আর সেই থেকেই বিতর্কের সূত্রপাত ।
আরও পড়ুন : নবি দিবসের শোভাযাত্রায় দুর্ঘটনা , বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত 2