পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় পুলিশের জালে মোটরবাইক চোরাই চক্রের ৩ সদস্য - মোটরবাইক চোরাই চক্র

গোপনসূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশের একটি দল রবিবার রাতে কৃষ্ণপুর পঞ্চায়েতের জাকিরতলা এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী ৬টি চোরাই মোটরবাইক সহ তিন কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।

Police_arrest_3_bike_thife_from_malda
৩ বাইক চোর

By

Published : Nov 2, 2020, 9:27 PM IST

মালদা, ২ নভেম্বর : চোরাই মোটরবাইক চক্রের সঙ্গে যুক্ত তিন জনকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৬টি চোরাই মোটরবাইক। এদের কাছ থেকে আরো চোরাই মোটরবাইক উদ্ধার করা যাবে বলে জানিয়েছে পুলিশ।

গোপনসূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশের একটি দল রবিবার রাতে কৃষ্ণপুর পঞ্চায়েতের জাকিরতলা এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী ৬টি চোরাই মোটরবাইক সহ তিন কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম রুবেল শেখ (২০), নুর হোসেন (২১) ও খালেক শেখ (২৫)। ধৃতরা সকলেই বৈষ্ণবনগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ধৃতদের হেপাজতে আরও চোরাই মোটরবাইক রয়েছে। পুজোর মরশুমে এই চক্র বেশ সক্রিয় হয়ে ওঠে। এই চক্রের সঙ্গে আরও দুষ্কৃতী জড়িত রয়েছে। ধৃতদের জেরা করে সেই সব দুষ্কৃতীদের নাম জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details