পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হোমে থাকা 5 বাংলাদেশি নাবালককে পরিবারের হাতে তুলে দেওয়া হবে আগামীকাল - বালুরঘাট

কাল পেট্রাপোল সীমান্ত দিয়ে বালুরঘাটের শুভায়ন হোমে থাকা 5 বাংলাদেশি নাবালককে তাদের পরিবারের কাছে ফেরাবে প্রশাসন।

balurghat
balurghat

By

Published : Nov 12, 2020, 11:09 PM IST

বালুরঘাট, 12 নভেম্বর : কোরোনার জন্য এখনও খোলেনি দক্ষিণ দিনাজপুরের হিলি আন্তর্জাতিক সীমান্ত। তাই বালুরঘাট শুভায়ন হোমে দীর্ঘদিন ধরে আটকে থাকা পাঁচ বাংলাদেশি নাবালককে অবশেষে পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে তাদের পরিবারের কাছে পৌঁছে দিচ্ছে প্রশাসন। আগামীকাল সকালে পেট্রাপোল সীমান্ত দিয়ে ওই 5 নাবালককে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। আজ বালুরঘাটের ওই হোম থেকে তাদের নিয়ে পেট্রাপোল সীমান্তের উদ্দেশে রওনা দিল পুলিশ প্রশাসন।

জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ 13 নভেম্বর পেট্রাপোল সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন হোমে থাকা 30 জন নাবালককে বাংলাদেশ হাইকমিশনারের মাধ্যমে বাংলাদেশ ফেরানো হবে। তাদের মধ্যে রয়েছে বালুরঘাট শুভায়ন হোমে 5 নাবালক। আজ শুভায়ন ওই 5 জনকে নিয়ে দক্ষিণবঙ্গের পেট্রাপোল সীমান্তের উদ্দেশে রওনা হয় জেলা প্রশাসনের একটি প্রতিনিধিদল।


2016 থেকে 18 সালের মধ্যে বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে আসে ওই পাঁচ নাবালক। সেই সময় পুলিশ তাদের আটক করে। এরপর থেকেই তাদের ঠিকানা হয় বালুরঘাট শুভায়ন হোম। জানা গিয়েছে, এদের বাড়ি বাংলাদেশের নরসিংদি, রাজশাহী, যশোর, খুলনা ও হিলি এলাকায়। আগামীকাল দুই দেশের আধিকারিকদের উপস্থিতিতে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

ABOUT THE AUTHOR

...view details