শালবনি, 21 অগাস্ট : গামছায় ফাঁস লাগানো অবস্থায় এক রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার হল শালবনির কোরোনা হাসপাতালে । ওই হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল বলে জানা গিয়েছে । হাসপাতালের তিনতলার একটি ছোটো কেবিনে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বছর 45-এর ওই ব্যক্তি ।
শালবনির কোরোনা হাসপাতালে আত্মহত্যা রোগীর - আত্মহত্যা রোগীর
হাসপাতালের একটি কেবিনে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় এক কোরোনা আক্রান্তের ঝুলন্ত দেহ উদ্ধার শালবনিতে ।
গোপাল ঘোড়াই (45) নামে ওই ব্যক্তির বাড়ি খড়গপুর গ্রামীণের সুলতানপুর গ্রামে । 12 অগাস্ট কোরোনা সংক্রমিত হয়ে তিনি ভরতি হন শালবনির কোরোনা হাসপাতালে । চিকিৎসাও চলছিল । এরপরই গতকাল গভীর রাতে হাসপাতালের তিনতলায় একটি ছোট কেবিনে ঢুকে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই রোগী । জানা গিয়েছে, ওই রোগীর শরীরের নিচের অংশে একটু সমস্যা ছিল, পচন ধরতে শুরু করেছিল । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । মৃতদেহটি ময়নাতদন্তের পাশাপাশি কী কারণে মৃত্যু সেই বিষয়ে তদন্ত শুরু করেছে শালবনি থানার পুলিশ ।
প্রসঙ্গত, গতকাল সন্ধে পর্যন্ত মেদিনীপুর জেলায় একদিনে কোরোনা সংক্রমণের সংখ্যা 147 । যার মধ্যে রেলশহর খড়গপুরে 76 জন নতুন করে সংক্রমিত হন । এছাড়াও কোরোনায় মৃত্যুর সংখ্যা 50 ।