পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অনুব্রতর সঙ্গে সাক্ষাৎ, অনুপমের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত - bjp

অনুপম হাজরার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে রাজ্য BJP । তাঁকে শোকজ়ও করা হতে পারে । BJP সূত্রে খবর ।

অনুব্রতর সঙ্গে অনুপম হাজরা

By

Published : Apr 29, 2019, 11:16 PM IST

কলকাতা, 29 এপ্রিল : অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাতের জন্য অনুপম হাজরার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে রাজ্য BJP । তাঁকে শোকজ়ও করা হতে পারে বলে BJP সূত্রে খবর ।

আজ ভোট দিয়ে অনুব্রত মণ্ডলের বাড়িতে যান অনুপম হাজরা । দু'জনে বেশ কিছুক্ষণ কথাও বলেন । এই সাক্ষাৎ সম্পূর্ণ অরাজনৈতিক বলে দাবি করেন দু'জনই । BJP সূত্রে খবর, এই সাক্ষাতের জন্য অনুপমকে শোকজ় করা হতে পারে ।

BJP সূত্রে খবর, অনুপম ইশুতে কৈলাস বিজয়বর্গীয় ও দিলীপ ঘোষের মধ্যে প্রায় 10 মিনিট ফোনে কথা হয় । অনুপমের এই কাজে রাজ্যে নেতৃত্বের অনেকেই দলের অন্দরে ক্ষোভ প্রকাশ করেছেন । BJP-র তরফে ইতিমধ্যেই বীরভূমের জেলা সভাপতির কাছে না কি রিপোর্ট তলব করা হয়েছে । BJP-র বীরভূম জেলা সভাপতি বা রাজ্য কমিটির কোনও নেতাকে জানিয়ে কি অনুপম হাজরা একাজ করেছিলেন ? অনুপমের কাছ থেকে এই বিষয়ে তথ্য জানতে চাইবে দল ।

এবিষয়ে দিলীপ ঘোষ বলেন, "আজ ভোট চলাকালীন অনুব্রত মণ্ডলের সঙ্গে অনুপম হাজরা দেখা করা ঠিক হয় নি। যেখানে বীরভূমে প্রতিনিয়ত BJP-র কর্মীরা অনুব্রত মণ্ডলের হাতে মার খাচ্ছে, সেখানে এই ঘটনায় BJP র নিচুতলার কর্মীদের মনোবল নষ্ট হতে পারে।"

অনুপম হাজরার ফেসবুক পোস্ট

যদিও, এই সাক্ষাৎ সম্পূর্ণ ব্যক্তিগত বলে ফেসবুকে পোস্ট করেন অনুপম হাজরা । ফেসবুকে তিনি লেখেন, "কারোর মা প্রয়াত হলে তাঁকে দেখতে যাওয়াটা সৌজন্য বোধের মধ্যে পড়ে । রাজনৈতিক সম্পর্ক এবং ব্যক্তিগত সম্পর্ক দুটো আলাদা । দুটোকে এক করবেন না ।" উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের মা সপ্তাহখানেক আগে প্রয়াত হয়েছেন। সেই বিষয়ে তাঁকে সমবেদনা জানাতেই অনুপম দেখা করতে গিয়েছিলেন বলে দাবি করেছেন।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details