কোচবিহার, 23 জুন : মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে ভরতি থাকা এক ব্যক্তির মৃত্যু ৷ কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা ৷ মৃত ব্যক্তির বাড়ি মেখলিগঞ্জের জামালদহে ৷ বয়স 55 বছর ৷ পেশায় CRPF-এ কর্মরত ওই ব্যক্তি 12 দিন আগে দিল্লি থেকে বাড়ি আসেন ৷ এরপর জ্বর মাথাব্যথা-সহ কিছু উপসর্গ থাকায় স্থানীয় দোকান থেকে ওষুধও কেনেন ৷ খবর পাওয়ার পরই প্রশাসনের তরফে তাঁকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় ৷ গতরাতে সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ তবে, ওই ব্যক্তির কোরোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই বলা হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগের তরফে ৷
কোচবিহার মেডিকেলের আইসোলেশনে এক ব্যক্তির মৃত্যু - Coochbehar corona
কোচবিহার মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে ভরতি এক ব্যক্তির মৃত্যু ৷ যদিও জেলা স্বাস্থ্য বিভাগের তরফে বলা হয়েছে যে, ওই ব্যক্তির কোরোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ৷
![কোচবিহার মেডিকেলের আইসোলেশনে এক ব্যক্তির মৃত্যু One person died in corona hospital at Coochbehar](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11:39:48:1592892588-wb-cob-01-koranahaspatalemrityuholoekbyaktir-wb10019-23062020103915-2306f-1592888955-47.jpg)
One person died in corona hospital at Coochbehar
মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, কোরানা হাসপাতালের তরফে তাঁদের জানানো হয়, ওই ব্যক্তির কোরোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷
প্রসঙ্গত, কোচবিহার জেলা প্রশাসনের তরফেও বলা হয়েছে, ওই ব্যক্তির রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ প্রসঙ্গত, কোচবিহার জেলায় এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়েছেন 280 জন ৷ সুস্থ হয়েছেন 254 জন ৷