কলকাতা, 5 অক্টোবর : 25 সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এগজ়ামিনেশন 2019-এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল । তা বাতিল করে আজ নতুন করে ফলাফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন । কারণ হিসেবে WBPSC-র তরফে জানানো হয়েছে, পরীক্ষার পর ওয়েবসাইটে প্রকাশিত অ্যানসার কি-তে বেশ কয়েকটি ভুল ছিল । তাই সেগুলি সংশোধন করে পুনরায় পরীক্ষার্থীদের OMR শিটগুলি মূল্যায়ন করা হয়েছে । সেই পুনর্মূল্যায়নের ভিত্তিতে আজ মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এগজামিনেশন 2019-এর মেইন পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হওয়া প্রার্থীদের নাম প্রকাশ করেছে WBPSC ।
নতুন করে মিসলেনিয়াস 2019-এর প্রিলিমিনারি পরীক্ষার ফলপ্রকাশ WBPSC-র - পাবলিক সার্ভিস কমিশন
ওয়েবসাইটে প্রকাশিত অ্যানসার কি-তে বেশ কয়েকটি ভুল ছিল । তাই সেগুলি সংশোধন করে পুনরায় পরীক্ষার্থীদের OMR শিটগুলি মূল্যায়ন করা হয়। সেই পূনর্মূল্যায়ণের ভিত্তিতে আজ মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এগজ়ামিনেশন 2019-এর মেন পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হওয়া প্রার্থীদের নাম প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ।
8 মার্চ হয়েছিল মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এগজ়ামিনেশন 2019-এর প্রিলিমিনারি পরীক্ষা । পরীক্ষার পরই মাল্টিপল চয়েস ফরম্যাটের প্রশ্নপত্রের অ্যানসার কি কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়েছিল । প্রার্থীদের বলা হয়েছিল, অ্যানসার কি-তে যদি কোনও অসঙ্গতি দেখা যায় তাহলে তা 16 মার্চ থেকে শুরু করে সাতদিনের মধ্যে কমিশনের কাছে জানাতে । সেই অনুযায়ী, অ্যানসার কি-তে একাধিক অসঙ্গতির কথা কমিশনকে জানান অনেকেই । তার ভিত্তিতে অ্যানসার কি সংশোধন করে OMR শিট মূল্যায়ন করে 25 সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করে WBPSC । আজ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী কয়েকজন প্রার্থী পরীক্ষায় কয়েকটি প্রশ্নের অ্যানসার কি পুনরায় যাচাই করার আবেদন করেন । ওয়েবসাইটে প্রকাশিত অ্যানসার কি পুনরায় যাচাই করে কোনও অসঙ্গতি দেখা দিলে তা সংশোধন করার এবং সংশোধিত অ্যানসার কি-র ভিত্তিতে OMR শিট পুনরায় মূল্যায়ন করার আবেদন জানান তাঁরা । যাতে কোনও প্রার্থী অকারণে মেন পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত না হন, সেই কারণেই গোটা বিষয়টি বিবেচনার পর WBPSC সমস্যাগুলির সমাধান করে । বিজ্ঞপ্তিতে 25 সেপ্টেম্বরে প্রকাশিত ফলাফল তুলে নেওয়ার ঘোষণা করে কমিশন । বিজ্ঞপ্তি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই সংশোধিত ফলাফল অর্থাৎ মিসলেনিয়াস 2019-এর মেন পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য 4 হাজার 407 জন প্রার্থীর তালিকা প্রকাশ করে কমিশন । ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয় চূড়ান্ত অ্যানসার কি-ও ।
এ বিষয়ে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান দেবাশিস বোস বলেন, "আসলে কয়েকজন প্রার্থী আমাদের ই-মেল করে বলেছিলেন, তাঁদের যে নম্বর পাওয়ার কথা তাঁরা তা পাননি । আমরা যাচাই করে দেখলাম অ্যানসার কি-টা । তাতে দুই-তিনটে ভুল ছিল । আমরা সেগুলো আগেই চিহ্নিত করেছিলাম । কিন্তু, কোনও কারণে সেগুলো সংশোধন করা হয়নি । আমরা তাই আগের ফলাফল তুলে নিলাম । আর ভুল সংশোধনের পর নতুন করে মূল্যায়ন করে সংশোধিত ফলাফল আজকেই প্রকাশ করে দিলাম । এ ছাড়া আজকে থেকে প্রত্যেকে নিজের প্রাপ্ত নম্বরও দেখতে পাবেন । এরপর আমরা খাতাটাও দিয়ে দেব । খাতার স্ক্যানকপি তুলে দেব । প্রার্থী চাইলে নিজের খাতা অনলাইনেই দেখে নিতে পারবেন ।"