কলকাতা, 14 নভেম্বর : এবার থেকে বেসরকারি বাস ও মিনিবাসের পারমিট, CF ও লাইসেন্স নবীকরণের উপর কেনও জরিমানা দিতে হবে না। পাশাপাশি বার্ষিক ইন্সুরেন্স জমা করার ক্ষেত্রেও কিছুটা ছাড় দেওয়া হয়েছে । আজ এমনই ঘোষণা করল রাজ্য পরিবহন দপ্তর। লকডাউনের পর থেকে ব্যবসার বেহাল অবস্থার কারণে এই দাবি নিয়ে একাধিকবার সরব হয়েছে বেসরকারি বাস মালিক সংগঠনগুলো। পাশাপাশি ইন্সুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া(IRDA)কেও চিঠি দেওয়া দিয়েছিল বাস সংগঠনগুলোর তরফে।
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপনকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, “লকডাউনের জেরে দীর্ঘসময় পরিষেবা বন্ধ থাকে। আনলক ফেজ় শুরু হওয়ায় জুন মাস থেকে ধীরে ধীরে বেসরকারি বাস ও মিনিবাস পথে নামতে শুরু করে। যার ফলে দীর্ঘ সময় আমাদের উপার্জন বন্ধ ছিল। কিন্তু থেমে থাকেনি প্রতিটি বাসের পারমিট, CF ও লাইসেন্স নবীকরণের থরচ বাসের প্রিমিয়াম। তাই দীর্ঘদিন ধরে এই বিষয়গুলোতে জরিমানা মকুবের দাবি জানিয়েছিলাম আমরা। রাজ্য ও কেন্দ্র উভয় সরকারে হস্তক্ষেপের দাবি জানিয়ে দফায় দফায় চিঠি দিয়েছিলাম। অবশেষে রাজ্য সরকার 30 জুন পর্যন্ত বাস ও মিনিবাসের পারমিট, CF ও লাইসেন্স নবীকরণের উপর জরিমানা ছাড়ের ঘোষণা করেছে।” এই সিদ্ধান্তের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে প্রতিটি বাস সংগঠন।
30 জুন পর্যন্ত বাস-মিনিবাসের লাইসেন্স, পারমিট নবীকরণে লাগবে না জরিমানা - renewal of license
পাশাপাশি বার্ষিক ইন্সুরেন্স জমা করার ক্ষেত্রেও কিছুটা ছাড় দেওয়া হয়েছে । আজ এমনই ঘোষণা করল রাজ্য পরিবহন দপ্তর।
তিনি আরও বলেন, "আমাদের আশা কোরোনা পরিস্থিতির জেরে আটকে থাকা সার্টিফিকেট অফ ফিটনেস ও লাইসেন্স নবিকরণ করাতে কিছুটা সুবিধা হবে বাসমালিকদের। এরফলে আগামী দিনে পথে গাড়ির সংখ্যাও বাড়বে বলেও জানান তিনি।"
ওয়েস্টবেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণায় আমরা খুবই আনন্দিত। ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা পরিপূর্ণ সংখ্যায় বাস পথে নামাতে পারছিলাম না। লকডাউনের সময় কোনও রোজগারই হয়নি। তাই অর্থের অভাবে অনেক বাস মালিক CF ও লাইসেন্স নবীকরণ করতে পারেনি। বিপুল অঙ্কের জরিমানা দেওয়ার ভার এসে পড়েছিল বহু বাস মালিকের মাথার উপর। তবে এই ঘোষণার পর আমরা সকলেই খুশি। এবার নবিকরণের জন্য থেমে থাকা বাসগুলোকে খুব দ্রুত পথে নামাতে পারবেন বাস মালিকেরা।"
অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "জুন মাস পর্যন্ত বাসগুলোতে CF, পারমিট ও লাইসেন্স নবীকরণের জন্য যে একটা বিশাল অঙ্কের টাকা দিতে হত বাস মালিকদের তা আর দিতে হবে না। এবার আশা করছি আরও বেশি সংখ্যক বাস নিয়ে পরিষেবা দিতে পারবেন বাস মালিকেরা ।"
বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে IRDA র নিয়মাবলিতে বলা হয়েছে,যদি কোনও গাড়ি পর পর দু'মাস না চলে বা গ্যারেজে থাকে সেক্ষেত্রে ইন্সুরেন্স সংস্থার কাছে সমস্ত নথি সহ আবেদন করলে প্রয়োজনীয় ছাড় পাওয়া যাবে। RTA-র লিখিত চিঠি ইন্স্যুরেন্স সংস্থায় জমা দিলেই বাড়ানো হবে মেয়াদ।